বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য হাতে রয়েছে আর অল্প মাত্র সময়, আগামী ১৪ই জুন পর্যন্ত বিনামূল্যে করা যাবে আধার কার্ডের ডুকমেন্ট আপলোড। তারপরই এই কাজ করার জন্য খসবে গাঁটের কড়ি। তাই আর বেশি সময় নষ্ট না করে এখনই আপনার আধার কার্ডের নাম, ঠিকানার তথ্য আপডেট করে নিন।
এবিষয়ে আধার সংস্থা UIDAI এর তরফে জানানো হয়েছে যে, ১০ বছর আগের তৈরী আধার কার্ড যদি এখন পর্যন্ত একবারও আপডেট না করা হয়, তাহলে তা শীঘ্রই আপডেট করে নিতে হবে। এক্ষেত্রে আগে UIDAI এর তরফে জানানো হয়েছিল যে, আধার কেন্দ্র থেকে ৫০ টাকার ফি দিয়ে অথবা অনলাইন পোর্টালে ২৫ টাকা ফি দিয়ে ১০ বছর আগে আপডেট করা আধার কার্ড আপডেট করতে হবে।
তবে গত ১৫ই মার্চ থেকে তিন মাসের জন্য অনলাইনের মাধ্যমে আধার কার্ডের তথ্য আপডেট করার প্রক্রিয়াটিকে বিনামূল্যে করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সুবিধাটি শেষ হতে আর মাত্র ডের মাসের মতো সময় আছে, আগামী ১৪ই জুন পর্যন্ত এই সুবিধাটি চলবে। তাই আপনার আধার কার্ড ১০ বছর পুরাতন নাহলেও আপনাকে এখন আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত। কারণ এখন বিনামূল্যে আধার কার্ড আপডেট করে নিলে আপনাকে আবার ১০ বছর পরে আধার কার্ড আপডেট করতে হবে।
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে UIDAI এর অফিসিয়াল পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ তে গিয়ে আপনার আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। মাই আধার পোর্টালে লগইন করার পর নিচের দিকে গিয়ে Document Update বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করতে হবে।
এরপর আপনার মোবাইল স্ক্রিনে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। উক্ত তথ্য গুলি সঠিক হলে নিচের দিকে গিয়ে Next বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার নাম ঠিকানার প্রমানের নথি আপলোড করতে হবে। আপনি নাম ঠিকানার নথি হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা আপনার স্ক্রিনে দেওয়া যেকোনো নথি ব্যবহার করতে পারেন।
এক্ষেত্রে জানিয়ে রাখি যে, নাম ঠিকানার প্রমানের নথি আপলোড করার জন্য আপনাকে উক্ত নথি গুলির স্পষ্ট ছবি তুলে আপলোড করতে হবে। আপলোড করার পর Okay বাটনে ক্লিক করে Submit বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে বর্তমানে এই প্রক্রিয়াটি বিনামূল্যে হচ্ছে বলে আপনাকে কোনো ফি দিতে হবে না। তবে ১৪ই জুনের পর থেকে আপনাকে ২৫ টাকার ফি দিয়ে এই কাজটি করতে হবে।