Aadhaar Card Update: আধার কার্ড ১০ বছর আগের নাহলেও করতে হবে আপডেট, দেখে নিন কেন এবং কীভাবে

আপনি হয়তো ইতমধ্যেই খবর পেয়েছেন যে, ১০ বছর আগে তৈরী করা আধার কার্ড যা এখন পর্যন্ত একবারও আপডেট করা হয়নি সেগুলিকে শীঘ্রই আপডেট করতে হবে। তবে বিশেষজ্ঞরা এবিষয়ে অন্য পরামর্শ দিচ্ছে। জানানো হচ্ছে যে, আপনার আধার কার্ড ১০ বছর আগের নাহলেও আপনাকে ইতিমধ্যেই আপনার আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত।

আধার কার্ড ১০ বছর আগের নাহলেও করতে হবে আপডেট, দেখে নিন কেন এবং কীভাবে

এবিষয়ে বিশেজ্ঞদের এক অংশ জানাচ্ছে আগামী ১৪ই জুনের মধ্যে সকলকে আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত। এক্ষেত্রে আপনার আধার কার্ড ১০ বছর আগের হোক কিংবা না হোক। কারণ UIDAI এর নির্দেশ অনুযায়ী আগামী ১৪ই জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট হচ্ছে।

আপনি যদি এখন বিনামূল্যে আধার কার্ড আপডেট করে নেন, তাহলে আগামী ১০ বছরের জন্য আধার কার্ড আপডেট করার আর কোনো ঝামেলা থাকবে না। আর আপনি যদি ১৪ই জুনের মধ্যে আধার কার্ড আপডেট না করেন তাহলে, আপনাকে আবার কয়েক বছরের মধ্যেই আধার কার্ড আপডেট করতে হবে। এবং সেক্ষেত্রে আপনাকে আধার আপডেট করার ফিও দিতে হবে।

এটাও পড়ুন Govt Bans Apps: কেন্দ্রের নির্দেশে আবার বন্ধ হলো ১৪টি মোবাইল অ্যাপ, আপনার ফোনেও আছে নাকি দেখে নিন!

এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে UIDAI এর অফিসিয়াল পোর্টাল মাই আধার পোর্টালে (https://myaadhaar.uidai.gov.in/) গিয়ে লগইন করতে হবে। এক্ষেত্রে আপনাকে আপনার আধার নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে মাই আধার পোর্টালে লগইন করতে হবে।

এটাও পড়ুন New LPG Prices: কমল এলপিজি সিলিন্ডারের দাম, তবে মধ্যবিত্তের চুলায় স্বস্তি মিললো না

লগইন করার পর আপনার স্ক্রিনে মাই আধার ড্যাশবোর্ড খুলে যাবে। মাই আধার ড্যাশবোর্ডের নিচের দিকে গিয়ে Document Update বিকল্প বেছে নিয়ে Next বাটনে ক্লিক করতে হবে। Next বাটনে ক্লিক করার পর মোবাইল স্ক্রিনে আপনার আধার কার্ডের সব তথ্য চলে আসবে। ওই তথ্যগুলি সঠিক কি না যাচাই করে আবার একবার Next বাটনে ক্লিক করতে হবে।

এটাও পড়ুন Free Aadhaar Update: হাতে আর মাত্র কয়েকদিন, এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ড আপডেট! নাহোলেই পরে গুনতে হবে মাসুল

এরপর আপনাকে আপনার নাম ঠিকানার নথি আপলোড করতে হবে। আপনি নাম ঠিকানার নথি হিসাবে আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদির ছবি আপলোড করতে পারেন। তারপর Okay বাটনে ক্লিক করে Submit বাটনে ক্লিক করতে। যেহেতু ১৪ই পর্যন্ত এই প্রক্রিয়াটি বিনামূল্যে হচ্ছে, আপনাকে এক্ষেত্রে কোনো ফি দিতে হবে না।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment