New LPG Prices: কমল এলপিজি সিলিন্ডারের দাম, তবে মধ্যবিত্তের চুলায় স্বস্তি মিললো না

মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল এলপিজি সিলিন্ডারের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দ্বারা জারি করা এলপিজি গ্যাসের নতুন দামের তালিকা অনুযায়ী প্রতি সিলিন্ডার ১৭১.৫০ টাকা দাম কমেছে। তবে এই দাম কমার সত্বেও স্বস্তি মিললো না মধ্যবিত্তের পকেটে।

কমল এলপিজি সিলিন্ডারের দাম, তবে মধ্যবিত্তের চুলায় স্বস্তি মিললো না

প্রসঙ্গত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দ্বারা জারি করা তালিকা অনুযায়ী দেশে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। গার্হস্থ্য ব্যবহৃত হওয়া ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম যেমন ছিল তেমনি আছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন

এবিষয়ে জানা যাচ্ছে, কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭১ টাকা ৫০ পয়সা কমে ১৯৬০ টাকা ৫০ পয়সা হয়েছে। অন্যদিকে আজ দেশের রাজধানী দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০২৮ টাকা থেকে কমে ১৮৫৬ টাকা ৫০ পয়সা হয়েছে।

এটাও পড়ুন Free Aadhaar Update: হাতে আর মাত্র কয়েকদিন, এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ড আপডেট! নাহোলেই পরে গুনতে হবে মাসুল

জানিয়েদি যে, এতদিন পর্যন্ত কলকাতার বাজারে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল ২,১৩২ টাকা। যা পয়লা মে থেকে অনেকটাই কমে গেলো। এবিষয়ে গত মাসের পয়লা তারিখেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে ছিলো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। গত মাসে প্রায় ৯১ টাকা ৫০ পয়সা টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম।

এটাও পড়ুন Bank Aadhaar Link: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করতে হবে আধার লিঙ্ক, নাহোলেই বন্ধ হবে পিএম কিষান ও লক্ষ্মীর ভান্ডারের টাকা

তবে একদিকে যেমন প্রতিমাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে চলেছে, তেমন অন্যদিকে গার্হস্থ্য রান্নার গ্যাসের দামে একটুও পরিবর্তন হচ্ছে না। বরং গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম কমার পরিবর্তে বেড়েই চলেছে। এবিষয়ে গত পয়লা মার্চ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নির্দেশে সারা দেশে ১৪.২ কেজির রান্নার এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছিল

এটাও পড়ুন WB Bank Holiday: দেশ জুড়ে মে মাসে মোট ১২ দিন ব্যাঙ্কের ছুটি, দেখে নিন পশ্চিমবঙ্গে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে

তবে পয়লা মার্চের দিন ঘরোয়া গ্যাসের দামের পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছিল। পয়লা মার্চের দিন বাণিজ্যিক গ্যাসের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল। তবে তারপর থেকে পর পর ২ মাস দাম কমে বাণিজ্যিক গ্যাসের দাম আবার প্রায় আগের জায়গাতেই ফিরে এসেছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন

Leave a Comment