অবশেষে দীর্ঘ জল্পনার পর এবার হয়তো বদলাতে চলেছে মাধ্যমিকের পাঠ্যক্রম। এবিষয়ে সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তথা শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই মাধ্যমিকের সিলেবাস বদলানোর ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে।
এবিষয়ে কয়েক দিন আগে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পশ্চিমবঙ্গ সরকারকে মাধ্যমিক সিলেবাস পরিবর্তন করা নিয়ে পরামর্শ দিয়েছিলন। বর্তমানে সংবাদ সূত্রের খবর অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন করার বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত বর্তমানে মাধ্যমিকের পাঠ্যক্রম দেশের অন্যান্য বোর্ডের পাঠ্যক্রমের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। এপ্রসঙ্গে প্রয়োজন অনুসারে দেশের অন্যান্য বোর্ডের সিলেবাস সময়ে সময়ে পরিবর্তন করা হয়। তবে পশ্চিমবঙ্গের মাধ্যমিক বোর্ডের সিলেবাস বর্তমানে ৫ বছরের পুরানো হতে চলেছে।
এটাও পড়ুন Summer Vacation Extended: আবার বাড়লো গরমের ছুটি, সোমবার খুলছেনা সরকারি স্কুল! ঘোষণা মুখ্যমন্ত্রীর
মাধ্যমিকের সিলেবাস আউটডেটেড হওয়ার কারণে একদিকে যেমন রাজ্যের ছাত্র-ছাত্রীরা সর্বভারতীয় পরীক্ষায় পিছিয়ে পড়ছে তেমন অন্যদিকে অভিভাবকরা রাজ্যের মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তাদের ছেলে-পুলেদের সরিয়ে নিচ্ছেন।
ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষাতে দেখা গিয়েছে পুরানো সিলেবাসের প্রভাব। প্রসঙ্গত এবছরের মাধ্যমিক পরীক্ষায় কমে গিয়েছে পরীক্ষার্থীদের সংখ্যা। তাও আবার এক লাখ দু লাখ নয়, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। এপ্রসঙ্গে ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ১০ লক্ষ ৯৮ হাজার ৭৯৫ যা এবছর কমে হয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪।
যাইহোক, তবে আবার মনে হচ্ছে শীঘ্রই বদলাতে পারে মাধ্যমিকের সিলেবাস। বিশেষজ্ঞরা মনে করছেন যে, মাধ্যমিকের সিলেবাস বদলালে রাজ্যের ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে গিয়ে সর্বভারতীয় পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবে। এছাড়া অভিভাবকরাও মাধ্যমিক বোর্ডের দিকে ফিরে আসবে।