আবার ভাঙা হবে বাংলার জেলাগুলিকে, তৈরী করা হবে নতুন জেলা। এবিষয়ে নবান্ন সূত্রের খবর অনুযায়ী ২০২৪ এর আসন্ন ভোটার আগেই বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে নতুন জেলা তৈরী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়েছেন।
এবিষয়ে নবান্ন সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে, রাজ্যে আরও নতুন সাতটি জেলা তৈরী করা হবে। এপ্রসঙ্গে গত কয়েক মাস ধরেই চলছিল জল্পনা। গত বছরই এই নতুন ৭টি জেলা তৈরী করার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা। এবার ওই সিদ্ধান্তের উপরেই কাজ শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
এক্ষেত্রে যে জেলা গুলিকে ভেঙে নতুন জেলা তৈরী করা হবে সেগুলি নিম্নরূপ। প্রথমত উত্তর ২৪ পরগনা জেলা থেকে কিছু মহকুমা ভেঙে বসিরহাট জেলা ও ইচ্ছামতী জেলা তৈরী করা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে একটি নতুন জেলা সুন্দরবন জেলা তৈরী করা হবে এবং বাঁকুড়া জেলা থেকে একটি বিষ্ণুপুর নামক জেলা তৈরী করা হবে।
এটাও পড়ুন Madhyamik Syllabus: বদলে যাচ্ছে মাধ্যমিকের সিলেবাস! শীঘ্রই বড়সড় ঘোষণা করতে পারে পর্ষদ
এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলা থেকে জঙ্গিপুর, বহরমপুর ও কান্দি নামক তিনটি জেলা তৈরী করা হবে। এক্ষেত্রে এই নতুন ৭টি জেলার নাম আরও একবার জানিয়েদি:- বসিরহাট জেলা, ইচ্ছামতী জেলা, সুন্দরবন জেলা, বিষ্ণুপুর জেলা, জঙ্গিপুর জেলা, বহরমপুর জেলা ও কান্দি জেলা।
এটাও পড়ুন Summer Vacation Extended: আবার বাড়লো গরমের ছুটি, সোমবার খুলছেনা সরকারি স্কুল! ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, এই নতুন জেলা গুলির কারণে উক্ত এলাকার বাসিন্দারা উন্নত পরিষেবা থেকে শুরু করে কর্মসংস্থান সহ বিভিন্ন ধরনের সুবিধা পেতে চলেছে। জানিয়ে রাখি যে, ২০১১ সালের পর থেকে রাজ্যে ইতিমধ্যেই ৫ টি নতুন জেলা তৈরী করা হয়েছে। এবং এখনের এই ৭টি জেলা মিলিয়ে নিলে মতো মোট ১২ টি নতুন জেলা হয়ে যাবে।
তবে এমন নয় যে, ২০১১ সালের আগে নতুন জেলা তৈরী করা হয়নি। এপ্রসঙ্গে ২০১১ সালের আগে মোট চারটি নতুন জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা তৈরী করা হয়েছিল।