Summer Vacation Extended: আবার বাড়লো গরমের ছুটি, সোমবার খুলছেনা সরকারি স্কুল! ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরম এবং তাপপ্রবাহের কারণে আবার বেড়ে গেলো গরমের ছুটি। এবিষয়ে রাজ্য সরকার তথা শিক্ষা দফতরের তরফে গত কাল জানানো হয়েছিল যে, আগামী ৫ই জুন অর্থাৎ আসন্ন সোমবার রাজ্যের সরকারি স্কুল গুলি খুলবে। তবে আজ অর্থাৎ, ৩১শে মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে, গরমের ছুটি আরও দিন দশেক বাড়ানো হবে

আবার বাড়লো গরমের ছুটি, সোমবার খুলছেনা সরকারি স্কুল! ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবিষয়ে এদিন মুখ্যমন্ত্রী জানালেন যে, বর্তমানে রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, এখনো কিছু দিন থাকবে গরম, চলবে তাপপ্রবাহ। এমন পরিস্থিতে পড়ুয়াদের গরমের হাত থেকে বাঁচানোর জন্য পূর্বে নির্ধারিত সময় অনুসারে খুলবে না সরকারি স্কুল

গত কালকে এবিষয়ে শিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ৫ই জুন সোমবার থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের সরকারি স্কুল এবং ৭ই জুন বুধবার থেকে প্রাথমিক স্তরের সরকারি স্কুল গুলিতে পঠন-পাঠন শুরু হওয়ার কথা ছিল। তবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে, ৫ই জুন এবং ৭ই জুনের পরিবর্তে ১৫ই জুন থেকে খুলবে রাজ্যের সরকারি স্কুল গুলি।

এটাও পড়ুন WB College Admission: কবে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া? দেখে নিন দিন-ক্ষণ

এবিষয়ে কয়েকদিন আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, আগামী ১৪ই জুন পর্যন্ত গরমের ছুটি চলবে এবং ১৫ই জুন থেকে পঠন-পাঠন শুরু হবে। এবার এই জল্পনাকে সত্যি করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন স্কুল খোলার তারিখ

এটাও পড়ুন June Bank Holidays: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! হয়রানি থেকে বাঁচতে এড়িয়ে চলুন এই দিনগুলি

এবছর গরমের ছুটি নিয়ে প্রথম থেকেই এসেছে বিভিন্ন ধরণের জটিলতা। এক সপ্তাহের অস্থায়ী গরমের ছুটি থেকে শুরু করে ছুটি এগিয়ে আনা এবং এখন আবার অতিরিক্ত ১০ দিনের ছুটি। একদিক থেকে হিসাব করে দেখতে গেলে এবছর গরমের ছুটির কারণে ৫০ দিনেরও বেশি বন্ধ থাকবে রাজ্যের সরকারি স্কুলগুলি

এটাও পড়ুন Bank Account Deactivated: হঠাৎই বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! বিপদে পড়ার আগে জেনে নিন এই নিয়ম গুলি

এই অতিরিক্ত ছুটির কারণে পড়ুয়াদের পঠনে-পাঠনে কতটা ক্ষতি হতে চলেছে তা আমরা সকলেই জানি। তবে এবিষয়ে পঠন-পাঠনের এই ক্ষতি কমানোর জন্য শিক্ষা দফতর ইতিমধ্যেই নিতে শুরু করেছে বেশ কিছু পদক্ষেপ। ইতিমধ্যেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং প্রধানদের উদেশ্যে জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকা। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment