দীর্ঘ এক মাসের ছুটির পর আগামী ৫ই জুন, সোমবার থেকে রাজ্যের সরকারি স্কুল গুলিতে শুরু হতে চলেছে পঠন-পাঠন। ৫ই জুন সোমবার থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল এবং ৭ই জুন বুধবার থেকে প্রাথমিক স্তরের সরকারি স্কুল গুলি আবার খুলতে চলেছে। তবে এবার স্কুল খোলার সঙ্গে বদলে যাচ্ছে পঠন-পাঠনের বেশ কিছু নিয়ম।

এবিষয়ে গতকাল অর্থাৎ ৩০শে মে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের দেওয়া হয়েছে কড়া নির্দেশ। প্রসঙ্গত এবছরের গরমের ছুটি নির্ধারিত সময়ের আগে শুরু হয়ে যাওয়ার কারণে অনেকটাই প্রভাবিত হয়েছে পড়ুয়াদের পঠন-পাঠন। নষ্ট হয়েছে ক্লাস টাইম।
তবে এবার এই নষ্ট হওয়া ক্লাস টাইমেরে ক্ষতিপূরণ করার জন্যেই নেওয়া হচ্ছে বেশ কিছু কড়া পদক্ষেপ। এবিষয়ে পর্ষদের তরফে জানানো হয়েছে যে, এবছর গরমের ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের ক্ষতিপূরণ করার জন্য বিদ্যালয় গুলিকে নিতে হবে প্রয়জনীয় পদক্ষেপ। এবিষয়ে প্রয়োজন পড়লে অতিরিক্ত ক্লাস নিতে হবে জানিয়েছে পর্ষদ।
এছাড়া টিফিন টাইম নিয়েও জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এবিষয়ে পর্ষদের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে, টিফিন টাইম শুধু মাত্র টিফিন করার জন্যই ব্যবহার করা হবে, তবে এক্ষত্রে স্কুলের প্রধানের নির্দেশে এই টিফিন টাইমকে বিদ্যালয়ের সুদিধার্থে অন্য কাজেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে পর্ষদ।
অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদেরও গরমের ছুটি শেষ হওয়ার পর সময়নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের স্কুলের প্রধানের অনুমতি ছাড়া বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্টানের বাইরে যাওয়া যাবে না বলে জানিয়েছে পর্ষদ।
এটাও পড়ুন Aadhaar Card Fine: হাতে আর মাত্র ১৫ দিন! এর মধ্যে আধার কার্ডের এই কাজ না করলেই জরিমানা
এবছর গরমের ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের কারণে কয়েকদিন থেকেই চিন্তিত ছিলেন রাজ্যের অভিভাবকরা, তবে শিক্ষা দফতরের এই নির্দেশিকার ফলে অভিভাবকদের মন থেকে এই চিন্তা অনেকটাই কমেছে। কিন্তু অন্যদিকে শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত চাপ বাড়িয়েছে শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের উপর।