Summer Vacation Ending: শেষ হলো গরমের ছুটি! এই দিন থেকে খুলেছে সরকারি স্কুলগুলি

প্রায় এক মাস আগে শুরু হয়েছিল এবছরের গরমের ছুটি, গত ২রা মে থেকে বন্ধ রাজ্যের সমস্ত সরকারি স্কুল। তবে এবার একবারে শেষের দিকে চলে এসেছে গ্রীষ্মের ছুটি। শীঘ্রই আবার খুলতে চলেছে সকল সরকারি স্কুল। এবিষয়ে আগে জানানো হয়েছিল ৫ই জুন থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের স্কুল এবং ৭ই জুন থেকে প্রাথমিক স্তরের স্কুল গুলি খোলা হবে।

শেষ হলো গরমের ছুটি! এই দিন থেকে খুলেছে সরকারি স্কুলগুলি

তবে গত বুধবার ৩১শে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটির মেয়াদ আরও দিন দশেক বাড়িয়ে দেন। অত্যাধিক গরম এবং তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত সিদ্ধান্তের পর পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, আগামী ১৫ই জুন থেকে রাজ্যের সরকারি স্কুল গুলি খুলবে।

এক্ষেত্রে এপ্রিল মাসের তাপপ্রবাহের এক সপ্তাহের ছুটি এবং ২রা মে থেকে চালু হওয়া গরমের ছুটি হিসাব করলে, গরমের কারণে এবছর প্রায় দু মাসের (৫০+ দিন) মতো সরকারি স্কুল বন্ধ থাকবে। এক্ষেত্রে এই ছুটির কারণে পড়ুয়াদের পাঠন-পাঠন তথা রাজ্যের শিক্ষা ব্যাবস্থার উপর দারুণভাবে নেতিবাচক প্রভাব পড়ছে।

এটাও পড়ুন WB Driving Licence: বাড়িতে বসেই এখন পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স, রাজ্যে চালু হলো নতুন পরিষেবা

একদিকে গত কয়েক বছরে করোনার কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ব্যাপক ভাবে চোট পেয়েছে। তার উপরে এবছরের গরমের ছুটির বিষয়টিও পঠন-পাঠনে বিঘ্নও সৃষ্টি করছে। তবে এবিষয়ে রাজ্য সরকার তথা স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে।

এটাও পড়ুন WB New District: আবার ভাঙতে চলেছে বাংলা! শীঘ্রই বড়সড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী

এবিষয়ে গরমের ছুটি শুরু হওয়ার আগেই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল স্কুল খোলার পরে বিদ্যালয় তথা শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের বেশকিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবার এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফেও জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকা।

এটাও পড়ুন Madhyamik Syllabus: বদলে যাচ্ছে মাধ্যমিকের সিলেবাস! শীঘ্রই বড়সড় ঘোষণা করতে পারে পর্ষদ

গত ৩০শে মে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিদ্যালয় তথা শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের উদ্যেশে জারি করা হয় বেশ কিছু কড়া নির্দেশিকা। বিদ্যালয় গুলিকে জানানো হয় যে, গরমের ছুটি শেষ হওয়ার পর অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য বিদ্যালয় গুলিকে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment