Summer Vacation End: অবশেষে স্কুল খোলার দিন-ক্ষণ জানিয়ে দিলো রাজ্য সরকার, দেখে নিন কবে থেকে খুলছে স্কুল

অবশেষে দীর্ঘ জল্পনার পর রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হলো স্কুল খোলার দিন-ক্ষণ। এবিষয়ে আজ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবরটি দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আবার আগের মতো পঠন-পাঠন শুরু হতে চলেছে।

অবশেষে স্কুল খোলার দিন-ক্ষণ জানিয়ে দিলো রাজ্য সরকার, দেখে নিন কবে থেকে খুলছে স্কুল

এদিন রাজ্য সরকার তথা উচ্চমাধ্যমিক, মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, আগামী ৫ই জুন, সোমবার থেকে রাজ্যের সমস্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের স্কুল গুলিতে ক্লাস নেওয়া শুরু হবে। অন্যদিকে প্রাথমিক স্তরের সরকারি স্কুল গুলিতে আগামী ৭ই জুন, বুধবার থেকে ক্লাস শুরু হবে।

এবিষয়ে গত কয়েক দিন ধরেই রাজ্যের শিক্ষা মহলে বিশেষ করে অভিভাবকদের মধ্যে স্কুল খোলার দাবি উঠেছিল। সংবাদ মাধ্যমে জানা গিয়েছিলো বেশ কয়েকটি সম্ভব্য তারিখ। তবে এবার পূর্বে নির্ধারিত সময় অনুসারেই রাজ্যে আবার পঠন-পাঠন শুরু হতে চলেছে।

এটাও পড়ুন Summer Vacation Extended: চড়তে শুরু করেছে পারদ! আবার বাড়বে নাকি গরমের ছুটি? দেখে নিন কি বলছে নবান্ন

জানিয়ে রাখি যে, এবছর রাজ্য শিক্ষা দফতরের পূর্বে নির্ধারিত সময় সূচি অনুসারে গরমের ছুটি ২৪শে মে থেকে ৪ঠা জুন পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু অত্যাধিক গরমের কারণে ২রা মে থেকেই রাজ্যের সরকারি স্কুল গুলিতে ছুটি পরে যায়। তবে পূর্বে নির্ধারিত সময়, অনুসারেই ৪ঠা জুন শেষ হতে চলেছে গরমের ছুটি। অর্থাৎ ৫ই জুন থেকে রাজ্যে আবার খুলতে চলেছে সরকারি স্কুল।

এটাও পড়ুন Aadhaar Card Fine: হাতে আর মাত্র ১৫ দিন! এর মধ্যে আধার কার্ডের এই কাজ না করলেই জরিমানা

অন্যদিকে এই অতিরিক্ত ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের ক্ষতিপূরণ করার জন্যেও ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা। এদিন পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের গরমের ছুটির কারণে হওয়া পঠন-পাঠনের ক্ষতিপূরণ করার জন্য প্রয়জনীয় পদক্ষেপ নিতে হবে

এটাও পড়ুন June Bank Holidays: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! হয়রানি থেকে বাঁচতে এড়িয়ে চলুন এই দিনগুলি

এবিষয়ে গরমের ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে, গরমের ছুটি শেষ হওয়ার পর শিক্ষক-শিক্ষিকাদের নিতে হবে অতিরিক্ত ক্লাস। এবিষয়ে টিফিন টাইমকেও প্রয়োজন পড়লে কমানো যাবে বলে জানিয়েছে পর্ষদ।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment