একদম শেষের পথে চলে এসেছে মে মাস, কাল বাদ পরশু থেকে শুরু হচ্ছে জুন মাস। এরই মাঝে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ইতিমধ্যে জুন মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। তাই ছুটির দিন গুলিতে ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হওয়া থেকে বাঁচার জন্য এই তালিকা দেখে নিন।
![জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! হয়রানি থেকে বাঁচতে এড়িয়ে চলুন এই দিনগুলি](https://banglarsiksha.in/wp-content/uploads/2023/05/On-which-dates-will-there-be-bank-holidays-in-the-month-of-June.jpg)
ব্যাঙ্কের ছুটির দিনের তালিকা একদিকে যেমন ব্যাঙ্কের কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ব্যাঙ্কের গ্রহকদের জন্যেও গুরুত্বপূর্ণ। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রতি মাসেই ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশিত করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা প্রকাশিত জুন মাসের ছুটির তালিকা অনুযায়ী জুন মাসে দেশ জুড়ে মোট ১২ দিন ব্যাঙ্কে ছুটি থাকেব।
আগেই জানিয়ে রাখি যে, ব্যাঙ্কের ছুটি আঞ্চলিক তথা রাজ্য ভেদে ভিন্ন হয়। এছাড়া এই ১২ দিনের মধ্যে রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও ধরা হয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই ১২ দিনের মধ্যে ৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। জুন মাসে কবে কোথায় এবং কেন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখেনিন।
প্রথম ৪ঠা জুন রবিবার, ১০ই জুন মাসের দ্বিতীয় শনিবার এবং ১১ই জুন রবিবারের দরুন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর ১৫ই জুন, বৃহস্পতিবার রাজা সংক্রান্তির দরুন মিজোরাম এবং ওড়িশা রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবং ১৮ই জুন রবিবারের দরুন সারা দেশে ব্যাঙ্কের ছুটি থাকবে।
এটাও পড়ুন WB College Admission: কবে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া? দেখে নিন দিন-ক্ষণ
এরপর ২০ই জুন বৃহস্পতিবার রথযাত্রার কারণে ওড়িশা ও মণিপুর রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। মাসের চুতুর্থ শনিবারের দরুন ২৪শে জুন এবং ২৫শে জুন রবিবারের দরুন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপ ২৬শে জুন, সোমবার খারচি পূজার কারণে ত্রিপুরা রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এটাও পড়ুন School Reopening Date: অবশেষে জানা গেলো স্কুল খোলার সম্ভাব্য তারিখ, দেখে নিন কবে স্কুল খুলছে
ঈদ উল আজহার কারণে ২৮শে জুন, বুধবার মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, কেরালা রাজ্যে এবং ২৯শে জুন, বৃহস্পতিবার উক্ত রাজ্য গুলি ছাড়া সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবং মাসের শেষ দিন ৩০শে জুন, শুক্রবার রীমা ঈদুল আজহার দরুন মিজোরাম ও ওড়িশা রাজ্যের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
এক্ষেত্রে আবারো জানিয়ে রাখি যে, জুন মাসে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ৪, ১০, ১১, ২৪, ২৫ এবং ২৯ তারিখেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।