Aadhaar Card Fine: হাতে আর মাত্র ১৫ দিন! এর মধ্যে আধার কার্ডের এই কাজ না করলেই জরিমানা

প্যান আধার লিঙ্ক করার জরিমানা বর্তমানে সকলের কাছেই খুবই পরিচিত। তবে বর্তমানে আধার কার্ডের এই রকমই আরও একটি কাজ রয়েছে যা, আগামী ১৫ দিনের মধ্যে না করতে পারলেই খসাতে হবে গ্যাঁটের কড়ি। বিনামূল্যে প্যান আধার লিঙ্ক করার ক্ষেত্রে কেন্দ্র সরকার যেমন সময় দিয়েছিলো ঠিক তেমনই আধার কার্ডের এই কাজ বিনামূল্যে করার জন্যে আগামী ১৪ই জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

হাতে আর মাত্র ১৫ দিন! এর মধ্যে আধার কার্ডের এই কাজ না করলেই জরিমানা

আমরা এখানে মূলত আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের কথা বলছি। এপ্রসঙ্গে আধার সংস্থা UIDAI গত ১৫ই মার্চ থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার পরিষেবাটিকে বিনামূল্যে করে দিয়েছে। এক্ষেত্রে ১৪ই জুনের পরে এই কাজ করতে গেলে দিতে হবে ফি

তবে আগেই জানিয়ে রাখি যে, বিনামূল্যের এই পরিষেবাটি শুধুমাত্র অনলাইন পোর্টালেই পাওয়া যাবে। এক্ষেত্রে আধার কেন্দ্র থেকে ডকুমেন্ট আপডেট করলে চার্জ দিতে হবে। তবে আপনি হয়তো হাবছেন যে, আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের প্রয়োজনই কি আছে?

এটাও পড়ুন June Bank Holidays: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! হয়রানি থেকে বাঁচতে এড়িয়ে চলুন এই দিনগুলি

এবিষয়ে জানিয়ে রাখি যে, আধার সংস্থা UIDAI এর নির্দেশ অনুযায়ী ১০ বছর আগে আপডেট অথবা তৈরী করা আধার কার্ড আপডেট করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, আপনার আধার কার্ড ১০ বছর পুরানো না হলেও এখন আপনাকে আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত কারণ এখন বিনামূল্যে আধার কার্ড আপডেট করে নিলে আপনাকে আগামী ১০ বছরের জন্য আধার কার্ড আপডেট করা নিয়ে ভাবতে হবে না।

এটাও পড়ুন Bank Account Deactivated: হঠাৎই বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! বিপদে পড়ার আগে জেনে নিন এই নিয়ম গুলি

এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে UIDAI এর অফিসিয়াল পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ তে গিয়ে আপনার আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। মাই আধার পোর্টালে লগইন করার পর নিচের দিকে গিয়ে Document Update বিকল্পে ক্লিক করে Next বাটনে বিকল্পে করতে হবে।

এটাও পড়ুন WB College Admission: কবে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া? দেখে নিন দিন-ক্ষণ

এরপর আপনার মোবাইল স্ক্রিনে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। উক্ত তথ্য গুলি সঠিক হলে নিচের দিকে গিয়ে Next বাটনে বিকল্পে করতে হবে। এরপর আপনাকে আপনার নাম ঠিকানার প্রমানের নথি আপলোড করতে হবে। আপনি নাম ঠিকানার নথি হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা আপনার স্ক্রিনে দেওয়া যেকোনো নথি ব্যবহার করতে পারেন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment