Summer Vacation Extended: চড়তে শুরু করেছে পারদ! আবার বাড়বে নাকি গরমের ছুটি? দেখে নিন কি বলছে নবান্ন

অত্যাধিক গরম এবং তাপপ্রবাহের কারণে এবছর গরমের ছুটি শুরু হয়েছিল নির্ধারিত সময়ের আগেই। প্রায় এক মাস হতে চললো এবছরের গরমের ছুটি। যার কারণে অভিভাবকদের মধ্যে এখন দাবি উঠছে স্কুল খুলে দেওয়ার। কিন্তু অন্যদিকে আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে ইতিমধ্যেই ৪০ এর সীমা পার করছে পারদ।

চড়তে শুরু করেছে পারদ! আবার বাড়বে নাকি গরমের ছুটি? দেখে নিন কি বলছে নবান্ন

এমন পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা মহলে বিশেষ করে অভিভাবকদের মনে উঠছে নানান ধরণের প্রশ্ন, আবার বাড়বে নাকি গরমের ছুটি? শেষমেশ কবে খুলবে স্কুল? এ ব্যাপারে কি জানাচ্ছে রাজ্য সরকার তথা শিক্ষা দফতর? আজকের প্রতিবেদনে আমরা এই প্রশ্ন গুলি নিয়েই আলোচনা করবো।

পূর্বে নির্ধারিত সময়সূচি অনুসারে এবছর গরমের ছুটি ২৪শে মে থেকে ৪ঠা জুন পর্যন্ত চলার কথা ছিল। তবে এপ্রিল মাসের তাপপ্রবাহের কারণে এগিয়ে আনা হয় গরমের ছুটি, রাজ্য জুড়ে ২রা মে থেকে বন্ধ হয়ে যায় সমস্ত সরকারি স্কুল। কিন্তু এই ছুটি কবে শেষ হবে তা নিয়ে শিক্ষা দফতরের তরফ থেকে কোনও স্পষ্ট তথ্য জারি করা হয়নি।

এটাও পড়ুন Aadhaar Card Fine: হাতে আর মাত্র ১৫ দিন! এর মধ্যে আধার কার্ডের এই কাজ না করলেই জরিমানা

এই কারণেই বিশেষজ্ঞরা মনে করছিলেন যে, খুব সম্ভবত এবছর গরমের ছুটি পূর্বে নির্ধারিত সময়সূচি অনুসারে ৪ঠা জুন পর্যন্ত চলবে এবং ৫ই জুন থেকে আবার স্কুল খুলে যাবে। তবে সম্প্রতি এবিষয়ে নবান্ন সূত্রের খবর অনুযায়ী অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খুব সম্ভবত বাড়তে চলেছে গরমের ছুটি।

এটাও পড়ুন June Bank Holidays: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! হয়রানি থেকে বাঁচতে এড়িয়ে চলুন এই দিনগুলি

এপ্রসঙ্গে সম্প্রতি হাইকোর্টের একটি মামলার শুনানি থেকে জানা যায় যে, খুব সম্ভবত আগামী ১৪ই জুন থেকে রাজ্যের সরকারি স্কুল গুলি খুলতে পারে। এবিষয়ে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে স্কুল কবে খুলবে তা নিয়ে প্রশ্ন করেন, এবং এই প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জানান যে, রাজ্যের তাপমাত্রা এবং তাপপ্রবাহের পরিস্থিতি এখনও স্বাবাবিক হয়নি। তাই রাজ্য সরকার গরমের ছুটি বাড়ানো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে

এটাও পড়ুন Bank Account Deactivated: হঠাৎই বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! বিপদে পড়ার আগে জেনে নিন এই নিয়ম গুলি

এবিষয়ে রাজ্যের আইনজীবী আরও জানান যে, পশ্চিমবঙ্গ সরকার ১৪ই জুন থেকে স্কুল খোলার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment