WB College Admission: কবে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া? দেখে নিন দিন-ক্ষণ

গত ২৪শে মে অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, আগামী ৩১শে মে পরীক্ষার্থীরা তাদের মার্কশিট এবং সার্টিফিকেটও পেয়ে যাবে। বর্তমানে ছাত্র-ছাত্রীদের নজর কলেজ এবং উচ্চ শিক্ষার দিকে। তবে এখন প্রশ্ন হচ্ছে, কলেজে ভর্তির প্রক্রিয়া শুরুর তারিখ, পদ্ধতি এবং কোর্স নিয়ে।

কবে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া? দেখে নিন দিন-ক্ষণ

এবিষয়ে বর্তমানে রাজ্যের বেশিরভাগ পড়ুয়ার মানেই বিভিন্ন ধরণের প্রশ্ন উঠছে। কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে? কোর্স কত বছরের হবে? পশে এবং অনার্সে পড়ার জন্য কত নম্বরের প্রয়োজন ইত্যাদি। আমরা আজকের এই প্রতিবেদনে এই সকল প্রশ্ন গুলি নিয়েই আলোচনা করবো।

কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু বিষয়ে জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই এবছর কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবিষয়ে খুব সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যের কলেজ গুলির তরফ থেকে ভর্তির দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হবে। অন্তত এমটাই ইঙ্গিত দিচ্ছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

এটাও পড়ুন School Reopening Date: অবশেষে জানা গেলো স্কুল খোলার সম্ভাব্য তারিখ, দেখে নিন কবে স্কুল খুলছে

এছাড়া আরও জানিয়ে রাখি যে, এবছর থেকে বদলে যাচ্ছে কলেজে ভর্তি হওয়ার পদ্ধতি। জানা যাচ্ছে এবছর থেকে রাজ্যে কেন্দ্রীয় ভাবে কলেজে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ ছাত্র-ছাত্রীরা একটি মাত্র পোর্টাল থেকেই রাজ্যের সমস্ত কলেজে আবেদন করতে পারবে। এক্ষেত্রে পড়ুয়াদের বার বার আবেদন করার পেছনে টাকা এবং সময় নষ্ট করতে হবে না।

এটাও পড়ুন School Reopening: গরমের ছুটি পড়েছে প্রায় মাস খানেক আগে! আর কত দিন বন্ধ থাকবে সরকারি স্কুল? জেনে নিন বিস্তারিত

অন্যদিকে এবছর কলেজের কোর্স কত বছরের হবে তা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে। এবিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত নির্দেশ না আসলেও বিশেষজ্ঞরা মনে করছেন যে, এবছর থেকে রাজ্যে স্নাতক এর কোর্স ৪ বছরের হতে চলেছে। এবিষয়ে রাজ্যের চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার জারি করা হবে বলে জানা যাচ্ছে।

এটাও পড়ুন 75 Rupees Coin: ২০০০ টাকার নোট এখন অতীত! বাজারে আসতে চলেছে নতুন ৭৫ টাকার মুদ্রা

এবার আসা যাক পশে এবং অনার্সে পড়ার নম্বরের উপর। এবিষয়ে জানিয়েদি যে, উচ্চমাধ্যমিকে পাস করলেই আপনি পশে পড়তে পারবেন। তবে রাজ্যের বেশ কয়েকটি কলেজে পশে পড়ার জন্য ন্যূনতম ৪০ শতাংশ নম্বরের প্রয়োজন হয়। অন্যদিকে অনার্সে পড়ার বিষয়টি একটু খানি জটিল। এক্ষেত্রে অনার্সে পড়ার আবেদন করার জন্য সাধারণত ৬০ শতাংশের বেশি নম্বরের প্রয়োজন হয়। তবে কলেজের সিটের অনুযায়ী শুধুমাত্র মেধাবী ছাত্র-ছাত্রীরাই অনার্সে পড়ার সুযোগ পায়।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment