রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বড় খবর, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ ডি সহ বিভিন্ন পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ চলছে। সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এই চাকরির কথা ঘোষণা করেছে। আবেদন করার যোগ্যতা, পদ্ধতি ও বয়সসীমা সম্পর্কিত তথ্য জনাতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

প্রসঙ্গত গত ৪ মার্চ রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী AYUSH MO, অ্যাকাউন্ট্যান্ট এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে AYUSH MO পদের ১টি, অ্যাকাউন্ট্যান্ট পদের ১টি এবং গ্রুপ ডি পদের ১টি শুন্য পদে নিয়োগ করা হচ্ছে। উক্ত পদ গুলিতে আবদেন করার যোগ্যতা ও বয়সসীমা নিম্নরূপ।
AYUSH MO: এই পদে আবেদন করার জন্য আবদেনকারী পার্থীকে অবসরপ্রাপ্ত HMO/SAMO/UMO হতে হবে। এছাড়াও প্রার্থীর কাছে AYUSH পদ্ধতির ভালো জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে হতে হবে।
অ্যাকাউন্ট্যান্ট: এই পদে আবেদন করার জন্য আবদেনকারী পার্থীকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারী হতে হবে। এছাড়া প্রার্থীর কাছে কম্পিউটার ও অ্যাকাউন্ট্যান্ট এর অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে।
গ্রুপ ডি: এই পদে আবেদন করার জন্য আবদেনকারী পার্থীকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারী হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে।
SBI Recruitment 2023: SBI ব্যাঙ্কে ৪০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।
এবিষয়ে জানিয়ে রাখি যে, AYUSH MO পদের চাকরিতে কর্মচারীকে দিন হিসাবে বেতন দেওয়া হবে। এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর AYUSH MO পদের জন্য প্রতিদিনের বেতন ১০০০ টাকা নির্ধারিত করেছে। এবং কোনও ব্যক্তি এক মাসে শুধু মাত্র ২০ দিনই কাজ করতে পারবে। এই হিসেবে AYUSH MO পদের বেতন প্রতিমাসে ২০,০০০ টাকা বলা যায়। অন্যদিকে অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য ১২০০০ টাকা এবং গ্রুপ ডি পদের জন্য ৮০০০ টাকার মাসিক বেতন নির্ধারিত করেছে স্বাস্থ্য দপ্তর।
উক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা অফিসিয়াল বিজ্ঞপ্তি (https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/12741.pdf) থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তা ফিলাপ করতে হবে। এরপর আবেদনকারীকে আগামী ২১ মার্চ সকল ১০ টার সময় Office of the Chief Medical Officer of Health, Lalbagh, Debibari Road, Cooch Behar, PIN- 736101 ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।
এক্ষেত্রে আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতার সকল মূল নথি, কম্পিউটার সাক্ষরতার সার্টিফিকেট, বয়স প্রমাণের নথি যেমন মাধ্যমিক প্রবেশপত্র অথবা জন্ম সার্টিফিকেট, আইডি প্রুফের আসল কপি যেমন ভোটার কার্ড অথবা আধার কার্ড, PPO/রিলিজ অর্ডারের আসল কপি, একটি পাসপোর্ট সাইজ ফটো এবং সমস্ত মূল নথির জেরক্স কপি নিয়ে যেতে হবে।
👉 Small Business Ideas: এখন ঘরে বসেই আয় করতে পারবেন মহিলারা, জেনে নিন মহিলাদের জন্য সেরা ১০টি ব্যবসা