লক্ষাধিক টাকার বেতনে মিনিস্ট্রি অফ জল শক্তিতে চাকরির সুযোগ। এখনই আবেদন করুন।

মিনিস্ট্রি অফ জল শক্তিতে লক্ষাধিক টাকার বেতনে চাকরির সুবর্ণ সুযোগ। প্রসঙ্গত গত ২০ ফেব্রুয়ারি জল সম্পদ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নিয়োগ বিজপ্তি জারি করা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকার বেতনে অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ চলছে।

Ministry Of Jal Shakti Recruitment 2023 For Assistant Executive Engineer Post

এবিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মিনিস্ট্রি অফ জল শক্তির অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার এর ১ টি শুন্য পদে নিয়োগ হচ্ছে বলে জানা যাচ্ছে। এই পদে আবেদন করার যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। অফিসিয়াল বিজ্ঞপ্তি – https://jalshakti-dowr.gov.in/sites/default/files/Advertizement%20of%20AEE%20post%20Feb%202023.pdf

Lok Sabha Recruitment 2023: ১৭৭৫০০ টাকার বেতনে লোকসভায় চাকরির সুযোগ, দেখেনিন আবদেন করার পদ্ধতি ও যোগ্যতা।

অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে আবেদন করার জন্য আবেদনকারী পার্থীর বয়স ৫৬ বছরে বেশি হওয়া যাবেনা। এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার ৬০ দিনের মধ্যে অর্থাৎ ২০ ফেরুয়ারি থেকে আগামী ৬০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে।

আগ্রহী প্রার্থীদের এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তা সঠিক তথ্যের সাথে পূরণ করে নিম্নের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা – The Member Secretary, Upper Yamuna River Board, West Block-1, Wing-4, Ground Floor, R.K. Puram, New Delhi – 110 066.

১৫ হাজার টাকার বেতনে সরকারি চাকরির সুযোগ, রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে।

এক্ষেত্রে আবেদনকারীকে আবেদন পত্রের সাথে ক্যাডার ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, বিগত ৫ বছরের জন্য আপ-টু-ডেট ACR/APAR ডসিয়ারের ফটোকপি, সততা শংসাপত্র, ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং নো পেনাল্টি সার্টিফিকেটের ফটো কপি পাঠাতে হবে।

👉 WB Health Recruitment 2023: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ২০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

👉 কুড়ি হাজার টাকা বেতনে কলকাতা কর্পোরেশনে চাকরির সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই পাবেন এই চাকরি

👉 Biryani ATM: এখন এটিএম থেকেই পেয়ে যাবেন আপনার প্রিয় বিরিয়ানি, দেশে চালু হলো অভিনব প্রযুক্তির এটিএম।

👉 রাজ্যের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই অনলাইনে আবেদন করুন

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment