Aadhaar Card Verification: সরকারি প্রকল্প গুলির সুবিধা নেওয়ার জন্য আপনার আধার কার্ডটি বৈধ কিনা তা যাচাই করে নিন, নাহোলেই পরতে হবে সমস্যায়।

কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা বর্তমানে বিভিন্ন ধরণের জনকল্যাণ মূলক প্রকল্প চালানো হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রকল্প গুলির সুবিধা পাওয়ার জন্য প্রয়োজন হয় আধার কার্ডের। তবে আপনার আধার কার্ড যদি বৈধ না হয় তাহলে এই সরকারি প্রকল্প গুলি থেকে সুবিধা নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তাই বিভিন্ন ধরণের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কর্ডের বৈধতা যাচাই করে নেওয়া উচিত।

Aadhaar card verification is required for government schemes

একদিকে আধার কার্ড যেমন বিভিন্ন ধরণের সরকারি প্রকল্পে প্রয়োজন হয় তেমন অন্যদিকে এটি ব্যাঙ্কিং এর ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। অন্যভাবে বলতে গেলে আধার কার্ড আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।

Aadhaar Card Update: এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ডের এই কাজটি, নাহোলেই পরে খসাতে হবে গাঁটের করি।

এই ১২ সংখ্যার আধার নম্বর আসল কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ একটি নকল আধার কার্ড সরকারী সুবিধা প্রত্যাখ্যান সহ বিভিন্ন ধরণের সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

আপনার আধার কর্ডের বৈধতা আপনি দু ভাবে যাচাই করতে পারেন। এক আপনি UIDAI ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ড যাচাই করতে পারেন, নইলে আপনি mAadhaar অ্যাপের মাধ্যমেও আপনার আধার কার্ড যাচাই করতে পারেন।

Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, শীঘ্রই কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

UIDAI ওয়েবসাইট থেকে আধার কার্ড যাচাই করার জন্য আপনাকে সর্বপ্রথম UIDAI এর অফিসিয়াল পোর্টাল https://uidai.gov.in/ এ যেতে হবে। অফিসিয়াল পোর্টালে গিয়ে পছন্দের ভাষা বেছে নিয়ে Aadhaar Services এর অন্তর্গত Verify an Aadhaar Number এ ক্লিক করতে হবে। তারপর নতুন পেজে গিয়ে আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে ক্যাপচা ফিল করে Proceed and Verify Aadhaar বাটনে ক্লিক করলেই আপনাকে আপনার আধার কার্ডের বৈধতা দেখিয়ে দিবে।

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম থেকে পেয়ে যান ৫০ লক্ষ টাকা পর্যন্তের আর্থিক সুবিধা।

অন্যদিকে mAadhaar অ্যাপের মাধ্যমে আধার কার্ড যাচাই করার জন্য আপনাকে জন্য আপনাকে সর্বপ্রথম mAadhaar অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন করে Verify Aadhaar বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে ক্যাপচা ফিল করে Submit বাটনে ক্লিক করলেই আপনাকে আপনার আধার কার্ডের বৈধতা দেখিয়ে দিবে।

👉 Delhi High Court Recruitment: গ্র্যাজুয়েশন পাস প্রার্থীদের জন্য দিল্লি হাইকোর্টে চাকরির দারুন সুযোগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 ২৪ মার্চের মধ্যে করতে হবে এই কাজ, নাহোলেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

👉 CRPF Recruitment 2023: ৯২১২ টি শুন্য পদে CRPF এ নিয়োগ চলছে, দেখেনিন আবেদন করার যোগ্যতা ও পদ্ধতি।

👉 SAIL Recruitment 2023: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায় ২৫০০০ টাকার বেতনে চাকরির সুযোগ, শুধু দিতে হবে ইন্টারভিউ।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment