Aadhaar Card Update: বাড়িতে বসে আধার কার্ডে কী কী পরিবর্তন করতে পারবেন এবং কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন।

আধার কার্ড, বর্তমানে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে শুরুকরে নতুন সিম কার্ড নেওয়া এখন সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। এই কারণে UIDAI সময়ে সময়ে আধার কার্ড আপডেট করার পরামর্শ দেয়। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো যে বাড়িতে বসে আধার কার্ডে কী কী এবং কিভাবে আপডেট করা যায়।

See What You Can Update in Aadhaar Card At Home And How

UIDAI ওয়েবসাইট থেকে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডে নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং লিঙ্গ পরিবর্তন করতে পারেন। তবে এক্ষেত্রে বাড়িতে বসে আধার কার্ড আপডেট করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।

Aadhaar Card Update: এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ডের এই কাজটি, নাহোলেই পরে খসাতে হবে গাঁটের করি।

বাড়িতে বসে আধার কার্ডে নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি পরিবর্তন করার জন্য আপনাকে সর্বপ্রথম মাই আধার পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে। মাই আধার পোর্টালে গিয়ে আপনার আধার নম্বর দিয়ে ক্যাপচা ফিল করে ওটিপি দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর আপনার স্ক্রিনে মাই আধারের ড্যাশবোর্ড খুলে যাবে। তারপর Update Aadhaar Online অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার স্ক্রিনে একটি লিস্ট আসবে। ওই লিস্ট থেকে আপনি যা যা পরিবর্তন করতে চান সেগুলি বেছে নিয়ে Proceed to Update Aadhaar বাটনে ক্লিক করতে হবে।

Aadhaar Card Verification: সরকারি প্রকল্প গুলির সুবিধা নেওয়ার জন্য আপনার আধার কার্ডটি বৈধ কিনা তা যাচাই করে নিন, নাহোলেই পরতে হবে সমস্যায়।

তারপরে আপনার স্ক্রিনে একটি ফর্ম চলে আসবে। ওই ফর্মে আপনি যা যা পরিবর্তন করতে চান সেগুলি লিখে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর Next বাটনে ক্লিক করতে হবে।

Next বাটনে ক্লিক করার পর আপনাকে পেইমেন্ট করতে হবে।

IndiGo Recruitment 2023: বিমান সংস্থা IndiGo তে চাকরির সুযোগ। ফেসবুক, ইনস্টাগ্রাম চালানোর কাজে নিয়োগ করছে ইন্ডিগো।

এছাড়া আপনি যদি আপনার আধার কার্ডের ফিঙ্গার প্রিন্ট, ফোন নম্বর, ছবি ইত্যাদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।

👉 ২৪ মার্চের মধ্যে করতে হবে এই কাজ, নাহোলেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

👉 CRPF Recruitment 2023: ৯২১২ টি শুন্য পদে CRPF এ নিয়োগ চলছে, দেখেনিন আবেদন করার যোগ্যতা ও পদ্ধতি।

👉 Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, শীঘ্রই কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment