হাতে আর মাত্র একদিন, তার পরেই প্রকাশিত হয়ে যাবে ২০২৩ এর উচ্চমাধ্যমিকের ফলাফল। রাজ্য জুড়ে প্রায় সাড়ে ৮ লক্ষ ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের নজর এখন শুধুমাত্র উচ্চমাধ্যমিকের রেজাল্টের দিকে। এবিষয়ে সংসদের তরফে জানানো হয়েছে যে, ২৪শে মে বেলা সাড়ে ১২ টার সময় প্রকাশিত হবে এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
কোন কোন পদ্ধতিতে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
এত দিন পর্যন্ত সংসদের তরফে কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে তা স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে আজ অর্থাৎ ২২শে মে, সোমবার সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে রেজাল্ট দেখার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ সম্পর্কে জানানো হয়েছে।
এদিন সংসদ দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবছর উচ্চমাধ্যমিকের রেজাল্ট মোট ১৩ টি ওয়েবসাইট এবং একটি মোবাইল অ্যাপ থেকে দেখা যাবে। তবে অন্যান্য বছরের মতো এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার বিকল্প এবছর দেওয়া হয়নি।
এটাও পড়ুন HS Result Date: ২৪ তারিখ দেওয়া হবে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট! স্পষ্ট জানিয়ে দিলো সংসদ
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী যে ১৩ টি ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে তা নিম্নরূপ:-
১. wbresults.nic.in
২. indiaresults.com
৩. liveresults.jagranjosh.com/Result2021/jsp/wb/WB12.jsp
৪. results.shiksha
৫. technoindiagroup.com
৬. bengali.abplive.com
৭. bengali.news18.com
৮. aajkaal.in/hsresult
৯. anandabazar.com
১০. bangla.hindustantimes.com
১১. indiatoday.in/education-today/results
১২. fastresult.in
১৩. sangbadpratidin.in
আপনি উপরে উক্ত যেকোনো ওয়েবসাইট থেকে ২৪ তারিখ সাড়ে ১২ টার পর থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি উক্ত ওয়েবসাইটগুলি ছাড়াও WBCHSE Results 2023 নামক মোবাইল অ্যাপ থেকেও এবছর রেজাল্ট দেখতে পারবেন।
এটাও পড়ুন Madhyamik Pariksha 2024: এগিয়ে এল ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা, দেখে নিন কবে কোন বিষয়ের পরীক্ষা হবে
এক্ষেত্রে আপনাকে আপনার পছন্দের যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৩ বিকল্পে ক্লিক করতে হবে। তারপর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে, উক্ত ফর্মে পরীক্ষার্থীর রোল এবং নম্বর দিলেই উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখিয়ে দিবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার সম্পূর্ণ পদ্ধতিটি জানতে নিচের প্ৰতিবেদনটি পড়ুন।