অবশেষে আজ প্রকাশিত হয়ে গেলো উচ্চমাধ্যমিকের ফলাফল। এদিন বেলা ১২ টার সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে টপারদের তালিকা, নম্বর এবং রাজ্যের সামগ্রিক পাশের হার ঘোষণা করা হয়েছে। এবিষয়ে সংসদের তরফে জানানো হয়েছে যে, এবছর মোট ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো যার মধ্যে ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পাস করেছেন।
এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার কত ছিল?
সংসদের তরফে জানানো হয়েছে যে, এবছর রাজ্যের সামগ্রিক পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ ছিল। এক্ষেত্রে আরও জানানো হয়েছে যে, এবছর ছাত্রদের পাশের হার ছিল ৯১.৮৬ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ছিল ৮৯ শতাংশ।
জানা যাচ্ছে যে, এবছর মোট ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিকে ফার্স্ট ডিভিশন অর্থাৎ ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। অন্যদিকে ৫২ হাজার ৮৭৮ জন ছাত্র-ছাত্রী ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।
উচ্চমাধ্যমিকে প্রথম দশে কত জন রয়েছে?
জানা যাচ্ছে যে, এবছর প্রথম দশের তালিকায় মোট ৮৭ জন প্রার্থী রয়েছে, যার মধ্যে হুগলি জেলা থেকে সব থেকে বেশি ছাত্র-ছাত্রী রয়েছে, মোট ১৮ জন। এই ৮৭ জন এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৪১ এবং ছাত্রদের সংখ্যা ৪৬ বলে জানা যাচ্ছে।
এটাও পড়ুন HS Result Date: ২৪ তারিখ দেওয়া হবে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট! স্পষ্ট জানিয়ে দিলো সংসদ
উচ্চমাধ্যমিক টপারদের নাম এবং নম্বর
জানিয়েদি যে, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানে এক জন দ্বিতীয় স্থানে ২ জন এবং তৃতীয় স্থানে ৪ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ছাত্রী সংখ্যা ৪ জন এবং ছাত্রের সংখ্যা ৩ জন। এবছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন শুভরাংশু সরদার। যিনি ৫০০ মধ্যে ৪৯৬ পেয়েছেন, যা ৯৯.২ শতাংশ নম্বর হয়।
এটাও পড়ুন HS Result Check: চলে এল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, দেখে নিন নতুন নিয়ম অনুযায়ী রেজাল্ট দেখার পদ্ধতি
৪৯৫ নম্বর মানে ৯৯ শতাংশ নম্বর নিয়ে সুষমা খাঁ এবং আবু সামা উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন। অন্যদিকে ৪৯৪ নম্বর মানে ৯৮.৮ শতাংশ নম্বর নিয়ে চন্দ্রবিন্দু মাইতি, অনুসুয়া সাহা, পিয়ালী দাস এবং শ্রেয়া মল্লিক উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন।