কাল বাদে পরশু প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সকলেই এখন অপেক্ষা করছে উচ্চমাধ্যমিকের রেজাল্টের। তবে এরই মাঝে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, ২৪ তারিখ ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।
কি জানাচ্ছে সংসদ?
এপ্রসঙ্গে সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট তথা মার্কশিট এবং সার্টিফিকেট ২৪ তারিখের পরিবর্তে ৩১শে মে দেওয়া হবে। এবিষয়ে সংসদের তরফে বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ৩১ তারিখ বেলা ১১ টা থেকে সংসদের আঞ্চলিক অফিস থেকে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
এর সঙ্গে সংসদের তরফে বিদ্যালয় প্রধানদের আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, ৩১ তারিখ মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে যত তাড়াতাড়ি সম্বভব ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ এবছর উচ্চমাধ্যমিকের রেজাল্ট ছাত্র-ছাত্রীদের হাতে খুব সম্ভবত ৩১ তারিখ বৈকালের মধ্যে চলে আসবে।
এটাও পড়ুন HS Result Check: চলে এল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, দেখে নিন নতুন নিয়ম অনুযায়ী রেজাল্ট দেখার পদ্ধতি
অনলাইনে কবে রেজাল্ট প্রকাশিত হবে?
এবিষয়ে জানিয়ে রাখি যে, ছাত্র-ছাত্রীদের হাতে রেজাল্টের হার্ড কপি ৩১ তারিখ দেওয়া হলেও অনলাইন পোর্টালে ২৪ তারিখেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবিষয়ে সংসদের তরফে জানানো হয়েছে যে, ২৪শে মে, বুধবার বেলা সাড়ে ১২ টা থেকে অনলাইন পোর্টাল তথা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে রেজাল্ট দেখা যাবে।
২৪ তারিখে কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট পাবেন?
২৪ তারিখ অনলাইন পোর্টাল থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আপনাকে ওই দিন সাড়ে ১২ টার পর http://wbresults.nic.in ওয়েবসাইট ভিসিট করতে হবে। এরপর উক্ত ওয়েবসাইটে গিয়ে Latest Announcement বিভাগের অন্তর্গত West Bengal Council of Higher Secondary Education Examination – 2023 বিকল্পে ক্লিক করতে হবে।
এটাও পড়ুন Madhyamik Pariksha 2024: এগিয়ে এল ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা, দেখে নিন কবে কোন বিষয়ের পরীক্ষা হবে
এরপর আপনার মোবাইল স্ক্রিনে একটি ফর্ম আসবে, উক্ত ফর্মে পরীক্ষার্থীর রোল এবং নম্বর দিয়ে ক্যাপচা সমাধান করে সাবমিট বিকল্পে ক্লিক করলেই রেজাল্ট দেখিয়ে দিবে। তবে http://wbresults.nic.in ওয়েবসাইট ডাউন হয়ে গেলে আপনি indiaresults.com ওয়েবসাইট সহ আরও ১৩ টি ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন।