হাতে গোনা আর মাত্র তিন চার দিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, আগামী ২৪শে মে প্রকাশিত হতে চলেছে ২০২৩ এর উচ্চমাধ্যমিকের রেজাল্ট। জানা যাচ্ছে যে ওই দিন বেলা ১২ টার সময় সংসদের তরফে সাংবাদিক বৈঠকে জারি করা হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
তবে এবছর বিদ্যালয় থেকে ২৪ তারিখে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত করা হবে না। জানানো হয়েছে ২৪ তারিখের বদলে ৩১ তারিখে বিদ্যালয় থেকে এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে। তবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা ২৪ তারিখ বেলা সাড়ে ১২ টা থেকেই অনলাইন পোর্টাল থেকে রেজাল্ট দেখতে পারবে।
এক্ষেত্রে সংসদের তরফে জানানো হয়েছে যে, http://wbresults.nic.in, www.exametc.com সহ ১২ টি ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। তবে আমার বলবো যে, সরকারি ওয়েবসাইট http://wbresults.nic.in থেকেই রেজাল্ট দেখা উচিত। তবে সরকারি রেজাল্ট ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়েগেলে আপনি অন্য ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখতে পারবেন।
এক্ষেত্রে http://wbresults.nic.in ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার জন্য ২৪ তারিখ সাড়ে ১২ টার পর উক্ত ওয়েবসাইটি আপনার ফোনে অথবা কম্পিউটারে খুলতে হবে। ওয়েবসাইট খোলার পর Latest Announcement বিভাগের অন্তর্গত উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৩ বিকল্পে ক্লিক করতে হবে। আবারো জানিয়েদি যে, উচ্চমাধ্যমিক রেজাল্ট বিকল্পটি ওই দিন সাড়ে ১২ টার পর সক্রিয় হবে।
এটাও পড়ুন Note Ban: বন্ধ হয়ে গেলো ২০০০ টাকার নোট, জেনে নিন এখন কি করবেন
উচ্চমাধ্যমিক রেজাল্ট বিকল্পে ক্লিক করার পর আপনার মোবাইল স্ক্রিনে একটি ফর্ম আসবে, এরপর ফর্মে পরীক্ষার্থীর রোল এবং নম্বর দিয়ে নিচে দেওয়া ক্যাপচাটি সমাধান করে সাবমিট বাটনে ক্লিক করলেই উক্ত পরীক্ষার্থীর রেজাল্ট দেখিয়ে দিবে। আপনি উক্ত রেজাল্টটিকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্টও করতে পারবেন।
এক্ষেত্রে http://wbresults.nic.in ওয়েবসাইট ডাউন হয়ে গেলে আপনি একই পদ্ধতিতে www.exametc.com ওয়েবসাইট অথবা https://wbchse.wb.gov.in/ পোর্টালে দেওয়া ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন।
এগুলো পড়ুন
Madhyamik Result SMS: এখনই করে রাখুন এই কাজটি, সরাসরি এসএমএসে পেয়ে যাবেন মাধ্যমিকের রেজাল্ট
Online Shopping: এখনই করে নিন যাবতীয় কেনাকাটা! সামনের মাস থেকে ব্যয়বহুল হতে চলেছে অনলাইন শপিং
Madhyamik Result Check: চলে এল মাধ্যমিকের রেজাল্ট, দেখে নিন নতুন নিয়ম অনুযায়ী রেজাল্ট দেখার পদ্ধতি