Note Ban: বন্ধ হয়ে গেলো ২০০০ টাকার নোট, জেনে নিন এখন কি করবেন

অবশেষে দীর্ঘ জল্পনার পর বন্ধ হতে চলেছে ২০০০ টাকার নোট। গত কয়েক মাস থেকেই বাজারে ২০০০ টাকার নোট বাতিল হওয়া খবর উঠছিল। এবার সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি জারি করে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করলো। এবিষয়ে আজ অর্থাৎ শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক এর তরফে এই খবরটি দেওয়া হয়।

বন্ধ হয়ে গেলো ২০০০ টাকার নোট, জেনে নিন এখন কি করবেন

রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক এখন থেকে ২০০০ টাকার নতুন নোট ছাপা বন্ধ করে দিবে এবং বাজারে থাকা সমস্ত ২০০০ টাকার নোট ৩০শে সেপ্টেম্বরের মধ্যে তুলে নেওয়া হবে। এবিষয়ে জানা যাচ্ছে যে, এখন আপাতত ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ নোট বৈধ থাকবে

এটাও পড়ুন Madhyamik Result SMS: এখনই করে রাখুন এই কাজটি, সরাসরি এসএমএসে পেয়ে যাবেন মাধ্যমিকের রেজাল্ট

এবিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট বদলানো এবং অ্যাকাউন্টে জমা করা যাবে। এক্ষেত্রে আপনি একবারে সর্বোচ্চ ২০,০০০ টাকা ব্যাঙ্কে জমা অথবা বদলাতে পারেন। অর্থাৎ আপনি একবারে মোট ১০ টি ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা এবং অথবা বদলাতে পারবেন।

এটাও পড়ুন Madhyamik Result Review: মাধ্যমিক পরীক্ষায় ন্যায্য নম্বরের থেকে কম পেয়েছেন? এই ভাবে যাচাই করে নিন খাতা

আপনি ব্যাঙ্কের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের অফিস থেকেও এই নোট বদলাতে পারবেন। তবে নোট বদলানোর কি পদ্ধতি থাকবে তা নিয়ে এখন পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রিজার্ভ ব্যাঙ্কের তরফে শুধুমাত্র জানানো হয়েছে যে, ২৩শে মে থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে এই নোট বদলানোর কাজ।

এটাও পড়ুন Madhyamik Topper List: প্রকাশিত হয়ে গেলো মাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় টপারের নাম

জানিয়েদি যে, এবারের নোট বন্ধ আগের বারের থেকে অনেকটাই নরম। রিজার্ভ ব্যাঙ্কের তরফে এবার ২০০০ টাকার নোট বদলানোর জন্য অনেকটাই সময় দেওয়া হয়েছে। নোট বদলানোর জন্য প্রায় ৪ মাসের থেকেও বেশি সময় দেওয়া হয়েছে। তাই আপনার কাছে বস্তা বস্তা ২০০০ টাকার নোট না থাকলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment