আজকাল দেশে প্রায় দিনই ধরা পড়ছে ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো আধার কার্ড তৈরি করার চক্রান্ত। তবে এবার এরাজ্যেও ধরা পড়লো ভুয়ো আধার কার্ড তৈরি করার দল, তাও আবার পুলিশ স্টেশনের পাশের বিল্ডিংয়েই চলছিল এই বেআইনি কাজ। সংবাদ সূত্রের খবর অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পার্শ্ববর্তী একটি একটি বিল্ডিংয়ে চলছিল ভুয়ো আধার কার্ড তৈরি করার চক্রান্ত।
তবে সম্প্রতি পুলিশ এই চক্রন্তের খবর পেয়ে, বাজেয়াপ্ত করেছে এই বেআইনি কাজ, ধরা হয়েছে অভিযুক্তদের। জানা যাচ্ছে যে, প্রদীপ পাল ও দীপক কুমার নামক দুই ব্যাক্তি এই চক্রান্তের মাস্টারমাইন্ড ছিল। স্থানীয়দের অভিযোগ যে, ওরা গ্রামে গ্রামে ঘুরে আধার কার্ড বানিয়ে দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করতো।
এই চক্রান্ত ধরা পড়লেও দেশে বর্তমানে এমন বহু ভুয়ো আধার কার্ড চক্রান্ত চলছে এবং এই চক্রান্তে ফেঁসে যাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষ। আর একবার নকল আধার কার্ডের চক্রন্তে ফেঁসে গেলে, বন্ধ হয়ে যেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সরকারি প্রকল্প এবং এমনকি আপনি পুলিশ কেসেও ফেঁসে যেতে পারেন।
এটাও পড়ুন Madhyamik Pariksha 2024: এগিয়ে এল ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা, দেখে নিন কবে কোন বিষয়ের পরীক্ষা হবে
এখন প্রশ্ন হচ্ছে আপনিও ফেঁসে যাননি তো এই চক্রে? আপনার আধার কার্ডটি ভুয়ো নয়তো? আসুন জেনে নেওয়া যাক আধার কার্ড আসল না নকল যাচাই করার সহজ পদ্ধতি। এক্ষেত্রে আধার কার্ড যাচাই করার জন্য আপনাকে সবার প্রথমে Aadhaar QR Scanner নামক একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
উক্ত অ্যাপটিকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করতে হবে। এরপর আপনার মোবাইল স্ক্রিনে দেওয়া SCAN বিকল্পে ক্লিক করতে হবে। SCAN বিকল্প ক্লিক করার পর অ্যাপটি কিছু পারমিশন চাইবে, উক্ত পারমিশনগুলিকে Allow করতে হবে। এরপর আপনার মোবাইলের ক্যামেরা খুলে যাবে।
এবার আপনার আধার কার্ডে দেওয়া QR কোডটিকে আপনার আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করলেই আপনার আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। তবে এক্ষেত্রে যদি কোনও তথ্য না আসে তাহলে জেনে নিবেন যে, আপনার আধার কার্ডটি ভুয়ো।