Madhyamik Result Review: মাধ্যমিক পরীক্ষায় ন্যায্য নম্বরের থেকে কম পেয়েছেন? এই ভাবে যাচাই করে নিন খাতা

আজ অর্থাৎ ১৯শে মে, শুক্রবার সকাল ১০ টার সময় প্রকাশিত হয়ে গেলো এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী সফল হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষায়। জানা যাচ্ছে যে এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ

মাধ্যমিক পরীক্ষায় ন্যায্য নম্বরের থেকে কম পেয়েছেন? এই ভাবে যাচাই করে নিন খাতা

তবে একদিকে যেমন মাধ্যমিকের ফলাফল নিয়ে আনন্দে মেতে উঠেছে পরীক্ষার্থীদের এক অংশ, তেমন অন্য দিকে বেশ কিছু পরীক্ষার্থী তাদের নম্বর নিয়ে খুশি নয়। বর্তমানে হাজার হাজার ছাত্র-ছাত্রী তাদের উত্তরপত্র যাচাই করার দাবি করছে। এবিষয়ে পর্ষদের তরফে ইতিমধ্যেই উত্তরপত্র যাচাই করার আবেদন পক্রিয়া শুরু হয়ে গেছে

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে, পাস করা পরীক্ষার্থীরা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) পক্রিয়ায় এবং অসফল হওয়া পরীক্ষার্থী পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR) পক্রিয়ায় উত্তরপত্র যাচাই করার জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে সফল পরীক্ষার্থীরা PPS পক্রিয়ায় প্রতি উত্তরপত্র মাত্র ৪০ টাকা দিয়ে উত্তরপত্র যাচাই করার আবেদন করতে পারবে।

এটাও পড়ুন Madhyamik Topper List: প্রকাশিত হয়ে গেলো মাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় টপারের নাম

অন্যদিকে অসফল পরীক্ষার্থীরা PPR পক্রিয়ায় প্রতি উত্তরপত্র মাত্র ৫০ টাকা দিয়ে উত্তরপত্র যাচাই করার আবেদন করতে পারবে। এক্ষেত্রে বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ২ টাকা চার্জ করতে পারে। এবার আসা যাক আবদেন পক্রিয়ার উপর, এবিষয়ে পর্ষদের তরফে জানানো হয়েছে যে, একটি সাদা কাগজে আবেদনকারীর নাম, রোল নম্বর লিখে পরীক্ষার মার্কশিটের কপির সঙ্গে বিদ্যালয়ের প্রধানের কাছে জমা দিতে হবে।

এটাও পড়ুন Madhyamik Result SMS: এখনই করে রাখুন এই কাজটি, সরাসরি এসএমএসে পেয়ে যাবেন মাধ্যমিকের রেজাল্ট

এবিষয়ে জানিয়ে রাখি যে, PPR-এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রটি সম্পূর্ণ মূল্যায়ন করা হবে তবে PPS এর ক্ষেত্রে শুধুমাত্র উত্তরপত্র যাচাই-বাছাই এবং পুনরায় নম্বর হিসাব করা হবে। আরও জানিয়ে রাখি যে, পরীক্ষার্থীরা নিজে থেকে পর্ষদের কাছে উত্তরপত্র যাচাই করার আবেদন করতে পারবে না। উত্তরপত্র যাচাই করার আবেদন শুধুমাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকই করতে পারবে এবং এই আবেদন অনলাইন পোর্টালের মাধ্যমেই করতে হবে।

এটাও পড়ুন Online Shopping: এখনই করে নিন যাবতীয় কেনাকাটা! সামনের মাস থেকে ব্যয়বহুল হতে চলেছে অনলাইন শপিং

এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে, ১৯ তারিখ বেলা ১২ টা থেকে www.wbbsedata.com উত্তরপত্র যাচাই করার পক্রিয়া শুরু করা হবে এবং এই পক্রিয়া আগামী ৩রা জুন মধ্য রাত্রি পর্যন্ত চালু থাকবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment