এবছর গরমের ছুটি শুরু হওয়ার আগে থেকেই শিক্ষা মহলে দেখা গিয়েছে বেশ কিছু জটিলতা। ছুটি পড়ার আগে থেকেই অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা তুলেছিলেন গ্রীষ্মের ছুটি বাতিল করার দাবি। তবে তার সত্ত্বেও রাজ্য সরকার স্কুলগুলিতে ছুটি জারি করে দেয়। তাপপ্রবাহের কারণে পূর্বে নির্ধারিত গরমের ছুটির তারিখ এগিয়ে এনে গত ২রা মে থেকে রাজ্যে সমস্ত সরকারি স্কুলে ছুটি পরে যায়।

তবে এখন রাজ্যের তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক, গরম থাকলেও তাপপ্রবাহের তীব্রতা অতটা নেই। এমন পরিস্থিতিতে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা আবার স্কুল খোলার দাবি করেছে। গত ২ বছরের করোনা মহামারির কারণে রাজ্য সহ গোটা দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই আঘাত পেয়েছে। এমন পরিস্থিতিতে এই রকম অহেতুক গরমের ছুটির কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও ভেঙে পড়বে।
অন্যদিকে রাজ্যের বেশিরভাগ বেসরকারি স্কুল চালু রয়েছে, দিব্যি রীতিমতো হচ্ছে পঠন-পাঠন। এমন পরিস্থিতিতে অভিভাবকরা প্রশ্ন করছে যে, গরম কি শুধু সরকারি স্কুলেই পড়ছে। অন্যদিকে শিক্ষা মহলের বিশেষজ্ঞরা জানাচ্ছে যে, এমন পরিস্থিতি থাকলে সরকারি স্কুলের পঠন-পাঠনের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। অভিভাবকরা তাঁদের ছেলেমেয়েদের সরকারি স্কুল থেকে সরিয়ে নিবেন।
এটাও পড়ুন Mobile Tracking: নতুন পোর্টাল নিয়ে আসছে কেন্দ্র সরকার! আর চুরি অথবা হারিয়ে যাবে না আপনার মোবাইল
তবে এত প্রশ্নের মাঝেও রাজ্য সরকারের তরফে গরমের ছুটি নিয়ে এখন পর্যন্ত কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া আসেনি। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে শুধুমাত্র জানানো হয়েছে যে, কবে স্কুল খুলবে, তা পরে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে।
এটাও পড়ুন Madhyamik Result App: মোবাইল অ্যাপ থেকেও দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট! এখনই ডাউনলোড করে নিন এই অ্যাপ
তবে এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, খুব সম্ভবত পূর্বের নির্ধারিত ৪ঠা জুন পর্যন্ত এবছর গরমের ছুটি থাকতে পারে। জানিয়েদি যে, রাজ্য সরকারের তরফে পূর্বে জানানো হয়েছিল যে, এবছরের গরমের ছুটি ২৪শে মে থেকে ৪ঠা জুন পর্যন্ত চলবে। তবে তাপপ্রবাহের কারণে এই ছুটি এগিয়ে এনে ২রা মে, থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে বিশেষজ্ঞদের অন্য এক অংশ জানাচ্ছে যে, তাপমাত্রার পরিস্থিতি স্বাভাবিক থাকলে রাজ্য সরকারের তরফে শীঘ্রই স্কুল খোলার নির্দেশ চলে আসবে। এবছরের গরমের ছুটি গত বছরের মতো লম্বা নাও হতে পরে, প্রসঙ্গত গত বছর পয়লা মে থেকে শুরু করে ২৬শে জুন পর্যন্ত গরমের ছুটি চলেছিল।