প্রতিবছরই মাধ্যমিক উচ্চমাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং বেসরকারি সংস্থা থেকে দেওয়া হয় হাজার হাজার টাকার স্কলারশিপ। এই স্কলারশিপ পাওয়ার জন্য প্রয়োজন হয় ভালো নম্বরের। তবে এখন আর ভালো নম্বরের কোনও প্রয়োজন নেই। এখন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাস করলেই সরকারের তরফ থেকে পেয়ে যাবেন হাজার হাজার টাকার স্কলারশিপ।
আমরা এখানে মূলত OASIS স্কলারশিপের কথা বলছি। এই স্কলারশিপ থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফে মাধ্যমিক পাস করলেই দেওয়া হয় আর্থিক সুবিধা। তবে আগেই জানিয়েদি যে, OASIS স্কলারশিপ থেকে শুধুমাত্র SC এবং OBC শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়।
সামনেই আসছে এবছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের রেজাল্ট। আর রেজাল্ট আসার কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে OASIS স্কলারশিপে আবেদনের পক্রিয়া। তাই এখনই এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।
এটাও পড়ুন Aadhaar Card Photo: আধার কার্ডের ছবি পুরনো হয়ে গেছে? দেখে নিন কীভাবে বদলাবেন আধার কার্ডের ছবি
এক্ষেত্রে মাধ্যমিক পাস SC শ্রেণীর হোস্টেলের ছাত্র-ছাত্রীদের প্রতিবছর রাজ্য সরকারের তরফে ৯০০০ টাকা থেকে ১৪ হাজার ৪০০ টাকা এবং কেন্দ্র সরকারের তরফে প্রতিবছর ৪৫৬০ টাকা থেকে ১৪ হাজার ৪০০ টাকার স্কলারশিপ দেওয়া হয়।
অন্যদিকে বাড়ি থেকে পড়াশোনা করা SC শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের তরফে প্রতিবছর ২৭৬০ টাকা থেকে ৬৬০০ টাকার স্কলারশিপ দেওয়া হয়। তবে জানিয়েদি যে, এই স্কলারশিপে আবেদন করার জন্য SC শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ ৫০ হাজারের বেশি হওয়া যাবে না।
এক্ষেত্রে OBC শ্রেণীর হোস্টেলের পড়ুয়াদের রাজ্য সরকারের তরফে প্রতিবছর ৩১২০ টাকা থেকে ৮৫২০ টাকার স্কলারশিপ প্রদান করা হয়। অন্যদিকে বাড়ি থেকে পড়াশোনা করা OBC শ্রেণীর পড়ুয়াদের রাজ্য সরকারের তরফে ১৯২০ টাকা থেকে ৪২০০ টাকার স্কলারশিপ প্রদান করা হয়। এক্ষেত্রে প্রার্থীর পরিবারের বাৎসরিক ইনকাম ১ লক্ষ টাকার বেশি হয় যাবে না।
উপরে উক্ত স্কলারশিপের পরিমান পড়ুয়ার গ্রেডের উপর ভিত্তি করে নির্ধারিত করা হয়। এক্ষেত্রে বিস্তারিত জানতে এবং আবেদন করতে OASIS স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন।