PM Kisan List: হাজার হাজার চাষীরা পাবেন না পিএম কিষাণের টাকা! আপনার নামও বাদ পড়ে গেল কি না দেখে নিন!

দেশের চাষীদের আর্থিকভাবে সুবিধা প্রদান করার জন্য বর্তমানে সরকারের তরফে বেশ কয়েকটি প্রকল্প চালাচ্ছে। কৃষকদের এই প্রকল্প গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প। বর্তমানে দেশ জুড়ে প্রায় ১২ কোটি কৃষক এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পায়।

হাজার হাজার চাষীরা পাবেন না পিএম কিষাণের টাকা! আপনার নামও বাদ পড়ে গেল কি না দেখে নিন!

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত চাষীদের কেন্দ্র সরকারের তরফে বছরে তিন বার ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা প্রদান করা হয়। এখন পর্যন্ত মোট ১৩ টি কিস্তি দেওয়া হয়েছে চাষীদের। এবং আগামী কিস্তির ২০০০ টাকা অতি শীঘ্রই চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

সংবাদ সূত্রের অনুযায়ী সম্ভবত মে মাসের শেষের দিকে পিএম কিষাণের টাকা আসতে পারে। তবে বর্তমানে দেশে এমন অনেক চাষী রয়েছে যারা এই টাকা পাবেন না। জানিয়েদি যে, এই তালিকায় ভূমি হীন চাষী ছাড়াও রয়েছে আরও হাজার হাজার চাষী।

এটাও পড়ুন Ration Card: এই ভুলটা করলেই আর পাবেন না চাল-গম, বন্ধ হয়ে যাবে রেশন কার্ড!

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বাদ পরে যাওয়া চাষীদের তালিকাতে রয়েছে প্রাতিষ্ঠানিক জমির মালিক, সাংবিধানিক পদে থাকা কৃষক পরিবার, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইনজীবী এবং মাসিক ১০,০০০ টাকার বেশি পেনশন পাওয়া ব্যাক্তি।

এটাও পড়ুন WB Scholarship: লাগবে না আর ৫০-৬০ শতাংশ নম্বর, এখন মাধ্যমিক পাস করলেই পাবেন স্কলারশিপ

উপরে উক্ত চাষীগুলি ছাড়া দেশের সমস্ত ভূমি যুক্ত চাষী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় নিজের নাম লিখতে পারে। এক্ষেত্রে ১৪ তম কিস্তির জন্য আপনার নাম পিএম কিষানের তালিকায় আছে কি না দেখার জন্য আপনাকে সবার প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ এ যেতে হবে।

এটাও পড়ুন Aadhaar Card Photo: আধার কার্ডের ছবি পুরনো হয়ে গেছে? দেখে নিন কীভাবে বদলাবেন আধার কার্ডের ছবি

পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে FARMERS CORNER বিভাগের অন্তর্গত Beneficiary Status বিকল্পে গিয়ে আপনার ফোন নম্বর দিয়ে পিএম কিষানের তালিকায় আপনার নাম আছে কি না দেখতে পারবেন। এছাড়া আপনি Beneficiary List বিকল্পে গিয়ে আপনার রাজ্য, জেলা, গ্রাম বেঁচে নিয়েও আপনার নাম লিস্টে আছে কি না দেখতে পারবেন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment