Aadhaar Card Photo: আধার কার্ডের ছবি পুরনো হয়ে গেছে? দেখে নিন কীভাবে বদলাবেন আধার কার্ডের ছবি

আধার কার্ড ছাড়া অচল আজকের ভারত, আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সরকারি প্রকল্প, কর্মক্ষেত্র এমনকি নতুন সিম কার্ড নিতে গেলেও দিতে হয় আধার কার্ড। এমন পরিস্থিতিতে অনেকেই আধার কার্ডের ছবি ভালো না হওয়ার কারণে আধার কার্ড দিতে একটু সংকোচ করেন।

আধার কার্ডের ছবি পুরনো হয়ে গেছে? দেখে নিন কীভাবে বদলাবেন আধার কার্ডের ছবি

তবে আর এবিষয়ে সংকোচ করার কোনও দরকার নেই। কারণ আজকের প্রতিবেদনে আমার জানতে চলেছি যে, আধার কার্ডের ছবি পছন্দ না হলে অথবা পুরনো হয়ে গেলে কীভাবে আপডেট করবেন। এর সঙ্গে আপনি এই পদ্ধতিতে আপনার বায়োমেট্রিকর তথ্য যেমন, ফিঙ্গারপ্রিন্ট, আইপ্ৰিন্ট ইত্যাদিও আপডেট করতে পারবেন।

এবিষয়ে আগেই জানিয়ে রাখি যে, অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ভাবে আধার কার্ডের ছবি বদলানো যাবে না। এক্ষেত্রে আপনাকে আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের ছবি আপডেট করতে হবে। এছাড়া আপনাকে ১০০ টাকার চার্জ দিতে হবে।

এটাও পড়ুন Madhyamik Scholarship: মাধ্যমিক পাস করলেই রয়েছে স্কলারশিপ, দেখে নিন কোন স্কলারশিপের জন্য কত নম্বর প্রয়োজন

তবে সবার প্রথমে জেনে নেওয়া যাক যে, আপনার বাড়ির পাশের আধার সেবা কেন্দ্র খোঁজার পদ্ধতিটি। আধার সেবা কেন্দ্র খোঁজার জন্য আপনাকে আধার পোর্টাল https://uidai.gov.in/ -এ যেতে হবে। আধার পোর্টালে গিয়ে Get Aadhaar অন্তর্গত Locate an Enrolment Center বিকল্পে ক্লিক করতে হবে। এরপর পিন কোড বিকল্পে গিয়ে আপনার এলাকার পিন কোড দিয়ে ক্যাপচা ফিল করলেই আপনার এলাকায় কোথায় কোথায় আধার কেন্দ্র আছে দেখিয়ে দিবে।

এটাও পড়ুন Madhyamik Result Website: শুক্রবারই আসছে মাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন কোন কোন ওয়েবসাইট থেকে জানা যাবে রেজাল্ট

এক্ষেত্রে যদি কোনও আধার কেন্দ্র না দেখায়, তাহলে আপনি আপনার এলাকার তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে আধার কেন্দ্রের ঠিকানা জানতে পারেন। এরপর আপনাকে আধার কার্ড নিয়ে আধার কেন্দ্রে যেতে হবে। আধার কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক ডেটা আপডেট করার ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। এক্ষেত্রে আপনাকে ১০০ টাকার ফি দিতে হবে।

এটাও পড়ুন Madhyamik Result Date: প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্টের তারিখ! দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

আধার কার্ডের ছবি আপডেট করার আবেদন করার ৯০ দিনের মধ্যে আপনার আধার কার্ডের ছবি আপডেট হয়ে যাবে। আধার কার্ড আপডেট হয়ে যাওয়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে নতুন আধার কার্ড চলে আসবে। এক্ষেত্রে জানিয়েদি যে, আপনার আধার কার্ডের নম্বর একই থাকবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment