রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আসন্ন জুলাই মাসের ১ তারিখ থেকে বন্ধ হয়ে যেতে আপনার রেশন কার্ড, পাবেন না আর বিনামূল্যের চাল-গম। নির্দিষ্ট সময়সীমার আগে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে ব্যার্থ হলেই অনেকটা এমনই হতে চলেছে আপনার সঙ্গে।

এবিষয়ে কেন্দ্র সরকার এর আগে বহুবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল, এবং এক্ষেত্রে এই কাজটি করার শেষ তারিখ ৩১শে মার্চ ২০২৩ নির্ধারিত করা হয়েছিল। তবে কোটি-কোটি মানুষের রেশন-আধার লিঙ্ক না হওয়ার কারণে সরকার এর সময়সীমা ৩০শে জুন ২০২৩ পর্যন্ত বাড়িয়ে ছিল।
অর্থাৎ ৩০শে জুনের মধ্যে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করতে পারলে ১লা জুলাই থেকে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে রেশন কার্ড বাতিল হয়ে গেলে আপনি আর রেশন পাবেন না।
এটাও পড়ুন WB Scholarship: লাগবে না আর ৫০-৬০ শতাংশ নম্বর, এখন মাধ্যমিক পাস করলেই পাবেন স্কলারশিপ
কেন্দ্র সরকার মূলত রেশন কার্ডের দুর্নীতি মেটানোর জন্য এই পদক্ষেপটি নিয়েছে। এবিষয়ে দেশে অনেকবারই এমন ঘটনা দেখা গিয়েছে যেখানে, একজন ব্যাক্তির নামে একাধিক রেশন কার্ড থেকে চাল-গম নেওয়া হচ্ছিলো। তবে আবার কেন্দ্র সরকারের এই পদক্ষেপের কারণে এই দুর্নীতি রোখা যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
এবিষয়ে আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আপনার আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তাহলে, আপনি রাজ্য খাদ্য দফতরের অফিসিয়াল পোর্টাল https://wbpds.wb.gov.in/ থেকে তা ঘরে বসেই বিনামূল্যে করে নিতে পারেন। এক্ষেত্রে রেশন-আধার লিঙ্ক করার জন্য আপনাকে সবার নিচে দেওয়া পোর্টালে যেতে হবে।
https://wbpds.wb.gov.in/(S(rinculyyrpqhjeoj52u51w5e))/EKYC_otp.aspx
এটাও পড়ুন Aadhaar Card Photo: আধার কার্ডের ছবি পুরনো হয়ে গেছে? দেখে নিন কীভাবে বদলাবেন আধার কার্ডের ছবি
এরপর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে, ওই ফর্মে আপনার রেশন কার্ডের শ্রেণী এবং নম্বর দিয়ে সার্চ করতে হবে। এরপর আপনার স্ক্রিনে রেশন কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। ওই তথ্যে আপনার আধার নম্বর না থাকেলে নিচে দেওয়া আপডেট বিকল্পে ক্লিক করে আপনি আপনার আধার নম্বর দিয়ে রেশন-আধার লিঙ্ক করেত পারবেন।