হাতে গোনা আর মাত্র চার-পাঁচ দিনের অপেক্ষা তারপরেই প্রকাশিত হতে চলছে এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে আগামী ১৯শে মে, শুক্রবার ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। জানা যাচ্ছে ওই দিন সকল ১০ টার সময় পর্ষদের তরফে মাধ্যমিকের রেজাল্ট জারি করা হবে।
তবে বিদ্যালয় গুলিকেও দুপুর ১২ টা থেকে পর্ষদের অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করার নির্দেশ দিয়েছে পর্ষদ। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের হাতে স্কুল থেকে রেজাল্ট এবং সার্টিফিকেটে আসতে অনেকটাই সময় লাগবে। তবে অনলাইন পোর্টালে দুপুর ১২ টা থেকেই রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা।
এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, এবছর ছাত্র-ছাত্রীরা “www.wbbse.wb.gov.in“, “http://wbresults.nic.in” ছাড়াও আর বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে। এবছর মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিকের রেজাল্ট মোট ১৫ টি ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।
এই ওয়েবসাইট গুলির তালিকা নিম্নরূপ:
১. www.wbbse.wb.gov.in
২. http://wbresults.nic.in
৩. www.exametc.com
৪. http://bengali.abplive.com
৫. www.anandabazar.com
৬. www.sangbadpratidin.in
৭. https://bengali.news18.com/
৮. bangla.hindustantimes.com
৯. www.indiaresults.com
১০. www.results.shiksha
১১. www.schools9.com
১২. www.jagranjosh.com
১৩. www.vidyavision.com
১৪. www.fastresult.in
১৫. http://www.indiatoday.in/education-today/results
এটাও পড়ুন Ration Card: এই ভুলটা করলেই আর পাবেন না চাল-গম, বন্ধ হয়ে যাবে রেশন কার্ড!
অনলাইনের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য, আপনাকে ১৯ তারিখ দুপুর ১২ টার পর উক্ত ১৫ টি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে যেতে হবে। আমাদের মতে আপনাকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in অথবা সরকারি ওয়েবসাইট http://wbresults.nic.in থেকেই রেজাল্ট দেখা উচিত।
এটাও পড়ুন WB Scholarship: লাগবে না আর ৫০-৬০ শতাংশ নম্বর, এখন মাধ্যমিক পাস করলেই পাবেন স্কলারশিপ
যাইহোক, আপনার পছন্দের ওয়েবসাইটে গিয়ে “মাধ্যমিক রেজাল্ট” বিকল্পে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে, ওই ফর্মে পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই রেজাল্ট দেখিয়ে দিবে। এক্ষেত্রে আপনি নম্বর যাচাই করার জন্য পুনরায় অন্য ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নম্বর যাচাই করে নিতে পারেন।