মোবাইল ফোন চুরি অথবা হারিয়ে যাওয়ার ঘটনা তো আজকাল প্রায়শই হয়ে থাকে। আজকের দিনে আপনার ফোন হারিয়ে অথবা চুরি হয়ে গেলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। ফোন হারিয়ে যাওয়ার সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে আপনার পার্সোনাল ডেটা ও ব্যাঙ্কের তথ্যের অপব্যাবহার হওয়ার ভয়। তবে এবিষয়ে খুব শীঘ্রই কেন্দ্র সরকার চুরি অথবা হারিয়ে যাওয়া ফোন পুনরুদ্ধার করার জন্য একটি সরকারি পোর্টাল নিয়ে আসতে চলেছে।
![নতুন পোর্টাল নিয়ে আসছে কেন্দ্র সরকার! আর চুরি অথবা হারিয়ে যাবে না আপনার মোবাইল](https://banglarsiksha.in/wp-content/uploads/2023/05/Central-Govt-to-Launch-a-portal-to-track-lost-and-stolen-phones.jpg)
এবিষয়ে ভারতীয় ডিপার্টমেন্ট অফ টেলিকম্যুনিকেশনের তরফে জানানো হয়েছে যে, ১৭ই মে বুধবার টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি দিবসের দিন সঞ্চার সাথী নামক একটি পোর্টাল লঞ্চ করা হবে। এই পোর্টাল থেকে দেশের সাধারণ নাগরিকরা তাদের হারিয়ে অথবা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ, ট্রাক এবং ব্লক করতে পারবে।
মোবাইল ব্যাবহারকারীদের নিরাপত্তা প্রদান করার জন্য কেন্দ্র সরকারের উদ্যোগে এই সঞ্চার সাথী পোর্টালটি চালু করা হয়েছে। সঞ্চার সাথী পোর্টালের ওয়েবসাইট https://sancharsaathi.gov.in/ থেকে মোবাইল ফোন ব্যাবহারকারীরা তাদের হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক এবং খোঁজার সহায়তা পায়৷
এটাও পড়ুন Madhyamik Result App: মোবাইল অ্যাপ থেকেও দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট! এখনই ডাউনলোড করে নিন এই অ্যাপ
জানিয়েদি যে, বর্তমানে সঞ্চার সাথী নামক এই পোর্টালটি চালু আছে তবে এখন শুধুমাত্র এই পোর্টালটি দিল্লি এবং মুম্বাইয়েই কাজ করে। আগামী ১৭ই সঞ্চার সাথী পোর্টালে আরও নতুন নতুন সুবিধা ও পরিষেবা যুক্ত করে সারা দেশের জন্য লঞ্চ করা হবে।
এবিষয়ে জানিয়েদি যে, এখন পর্যন্ত সঞ্চার সাথী পোর্টাল থেকে শুধুমাত্র দিল্লি এবং মুম্বাইয়েই মোট ৮৫২৯ টি মোবাইল ফোন খুঁজে পোয়া গেছে, ২ লক্ষ ৪২ হাজার ৯৩৮ টি মোবাইল ফোন ট্র্যাক করা হয়েছে এবং ৪ লক্ষ ৭৭ হাজার ৯৬৫ টি ফোন ব্লক করা হয়েছে। একদিক বলতে গেলে, এই পোর্টালটি দিল্লি এবং মুম্বাইয়ের বাসিন্দাদের বিরাট সাহায্য করেছে এবং এবার এই সুবিধাটি সারা দেশে আসতে চলেছে।
সঞ্চার সাথী পোর্টাল থেকে আপনি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করার পাশাপাশি আপনার নামে কটি সিম কার্ড আছে তাও দেখতে পারেন। এক্ষেত্রে আপনি অপ্রয়োজনীয় নম্বরগুলিকে বন্ধ করার আবেদনও করতে পারবেন।