Scholarship 2023: মাধ্যমিকের পর স্কলারশিপে আবেদন করতে চান? দেখে নিন কত নম্বরে কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন

গত কালকেই জারি হয়েছে মাধ্যমিকের রেজাল্ট। এবছর মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে ৮৬.১৫ শতাংশ ছাত্র-ছাত্রী। এখন মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য দেখছে স্কলারশিপের দিকে। বর্তমানে দেশ জুড়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা দ্বারা বেশ কয়েকটি স্কলারশিপ চালানো হচ্ছে।

মাধ্যমিকের পর স্কলারশিপে আবেদন করতে চান? দেখে নিন কত নম্বরে কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন

তবে বর্তমানে সদ্য মাধ্যমিক পাস হাজার হাজার ছাত্র-ছাত্রীরা কোন স্কলারশিপে আবেদন করবে তা বুঝে উঠতে পারছে না। যার কারণেই আমরা আজকের এই প্ৰতিবেদনে মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে কোন স্কলারশিপে আবেদন করা যাবে এবং কোন স্কলারশিপে আবেদন করা উচিত তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।

এক্ষেত্রে আগেই জানিয়ে রাখি যে, আজকের প্রতিবেদনে আমরা শুধুমাত্র সরকারি মূলত, পশ্চিমবঙ্গ সরকারের সরকারি স্কলারশিপগুলি নিয়ে আলোচনা করবো। তবে কেন্দ্র সরকার এবং বেসরকারি স্কলারশিপগুলির বিষয়ে জানতে আমাদের হোয়াটস্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

এটাও পড়ুন Madhyamik Result Review: মাধ্যমিক পরীক্ষায় ন্যায্য নম্বরের থেকে কম পেয়েছেন? এই ভাবে যাচাই করে নিন খাতা

এবছরের মাধ্যমিকে পরীক্ষায় সফল হওয়া মেধাবী ছাত্র-ছাত্রী অর্থাৎ ৬০ শতাংশ বা ৪২০ নম্বরের থেকে বেশি পাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য সবথেকে সেরা স্কলারশিপটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SVMCM Scholarship। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে ছাত্র-ছাত্রীদের ১২,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হয়।

জানিয়েদি যে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে SC/ST/OBC/General সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, আবেদনকারীর পারিবারিক বাৎসরিক ইনকাম ২ লক্ষ ৫০ হাজার টাকার বেশি হওয়া যাবে না।

এটাও পড়ুন Note Ban: বন্ধ হয়ে গেলো ২০০০ টাকার নোট, জেনে নিন এখন কি করবেন

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নবান্ন স্কলারশিপ যা উত্তর কন্যা স্কলারশিপ নামেও পরিচিত। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য পার্থীকে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর মানে ৩৫০ এর বেশি পেতে হবে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা স্কলারশিপ দেওয়া হয়। নবান্ন স্কলারশিপে সকল জাতি এবং বিভাগের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বাৎসরিক ইনকাম ১ লক্ষ ২০ হাজার টাকার বেশি হওয়া যাবে না।

এটাও পড়ুন Madhyamik Topper List: প্রকাশিত হয়ে গেলো মাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় টপারের নাম

এই তালিকার সবার শেষের এবং সবথেকে সেরা স্কলারশিপটি হলো, ওয়েসিস স্কলারশিপ বা OASIS স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনও বিশেষ নম্বরের দরকার হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই ওয়েসিস স্কলারশিপের অন্তর্গত ছাত্র-ছাত্রীরা প্রতিবছর ১৯২০ টাকা থেকে ২৮ হাজার ৮০০ টাকার স্কলারশিপ পেতে পারে। তবে এই স্কলারশিপে শুধুমাত্র SC এবং OBC ছাত্র-ছাত্রীরাই আবেদন করতে পারবে। ওয়েসিস স্কলারশিপের সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment