Madhyamik Topper List: প্রকাশিত হয়ে গেলো মাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় টপারের নাম

অবশেষে আজ প্রকাশিত হয়ে গেলো মাধ্যমিকের রেজাল্ট। এদিন সকল ১০ টার সময় মধ্যশিক্ষা পর্ষদের তরফে টপারদের তালিকা, নম্বর এবং রাজ্যের সামগ্রিক পাশের হার ঘোষণা করা হয়েছে। এবিষয়ে পর্ষদের তরফে জানানো হয়েছে যে, এবছর মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী মাধ্যমিকে পাস করেছে।

প্রকাশিত হয়ে গেলো মাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় টপারের নাম

এবছর মোট ৮৬.১৫ শতাংশ ছাত্র-ছাত্রী মাধ্যমিকে পাস করেছে যা গত বছরের তুলনায় একটু কম। জানিয়েদি যে, গত বছর পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ। জানা যাচ্ছে যে, এবছর নম্বরের দিক থেকে প্রথম দশের তালিকায় রয়েছে মোট ১১৮ জন ছাত্র-ছাত্রী। যার মধ্যে প্রথম স্থানে ১ জন, দ্বিতীয় স্থানে ২ জন এবং তৃতীয় স্থানে ৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

এর মধ্যে দেবদত্ত মাঝি ৯৯.৫৭ শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থান শুভম পাল এবং রিফাত হাসান সরকার ৯৮.৭১ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। যার মধ্যে দেবদত্ত মাঝি ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ এবং শুভম পাল এবং রিফাত হাসান সরকার ৬৯১ পেয়েছে।

এটাও পড়ুন Online Shopping: এখনই করে নিন যাবতীয় কেনাকাটা! সামনের মাস থেকে ব্যয়বহুল হতে চলেছে অনলাইন শপিং

অন্যদিকে জেলা ভিত্তিক টপারদের তালিকায় ২১ জন টপার নিয়ে মালদা জেলা প্রথম স্থানে উত্তর বর্ধমান ১৭ জন টপার নিয়ে দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ ২৪ পরগনা ১২ জন টপার নিয়ে তৃতীয় স্থানে আছে। অন্যদিকে পাশের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুর (৯৬.৮১ শতাংশ), কালিম্পং (৯৪.১৩ শতাংশ) এবং কলকাতায় (৯৩.৭৫ শতাংশ) ছিল।

এটাও পড়ুন Madhyamik Result SMS: এখনই করে রাখুন এই কাজটি, সরাসরি এসএমএসে পেয়ে যাবেন মাধ্যমিকের রেজাল্ট

অন্যদিকে আজ বেলা ১২ টা থেকে, অনলাইন পোর্টালেও রেজল্ট জারি করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে রেজাল্ট দেখার জন্য আপনি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in অথবা http://wbresults.nic.in থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। তবে এই পোর্টাল দুটির সার্ভার ডাউন হয়ে গেলে আপনি আরও ১৩ টি ওয়েবসাইট এবং ৪ টি মোবাইল অ্যাপ থেকেও এবছরের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। উক্ত ওয়েবসাইট গুলির তালিকা নিম্নের প্রতিবেদনে দেওয়া রয়েছে।

এটাও পড়ুন Madhyamik Result Download: কোথা থেকে এবং কীভাবে ডাউনলোড করবেন মাধ্যমিকের রেজাল্ট? দেখে নিন সহজ পদ্ধতি

এক্ষেত্রে রেজাল্ট দেখার জন্য উপরে উক্ত যেকোনো একটি পোর্টালে গিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখিয়ে দিবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment