রাত পোহালেই আসছে মাধ্যমিকের রেজাল্ট। কাল অর্থাৎ ১৯শে মে সকাল ১০ টার সময় সাংবাদিক বৈঠকে এবং বেলা ১২ টা থেকে অনলাইন পোর্টালে মাধ্যমিকের রেজাল্ট জারি করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে আজকের প্রতিবেদনে আমরা মাধ্যমিক রেজাল্ট দেখার এমন একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেখানে রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পরীক্ষার রেজাল্ট স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।

আমার এখানে মূলত এসএমএস রেজাল্টের কথা বলছি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা রেজাল্ট ওয়েবসাইট www.exametc.com এ আপনি এখনই গিয়ে এসএমএস রেজাল্টের জন্য আপনার নাম এবং রোল নম্বর নথিভুক্ত করতে পারেন। এবং কাল রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট চলে আসবে।
এক্ষেত্রে মাধ্যমিক এসএমএস রেজাল্টের জন্য নাম নথিভুক্ত করার জন্য www.exametc.com ওয়েবসাইটে গিয়ে মেনুতে ক্লিক করতে হবে। তারপর মেনুর অন্তর্গত SMS PRE-REGISTRATION বিকল্পে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল স্ক্রিনে একটি ফর্ম আসবে, উক্ত ফর্মে পরীক্ষার্থীর নাম, মোবাইল নম্বর, ঠিকানা দিতে হবে। তারপর Career বিভাগে Education বিকল্প বেছে নিতে হবে, State বিভাগে West Bengal বিকল্প বেছে নিতে হবে।
তারপর University বিভাগের অন্তর্গত West Bengal Board of Secondary Education বিকল্প বেছে নিয়ে Result বিভাগে মাধ্যমিক ২০২৩ বেছে নিতে হবে। এরপর নিচে দেওয়া রোল নম্বর বিভাগে পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে। তারপর Terms and Conditions মেনে নিয়ে, নিচের Register বাটনে ক্লিক করতে হবে।
এটাও পড়ুন Summer Vacation End: আবার কবে খুলছে স্কুল? দেখে নিন কি জানাচ্ছে রাজ্য সরকার
সঠিক ভাবে নাম, রোল নম্বর, ফোন নম্বর রেজিস্টার হয়ে গেলে কাল বেলা ১২ টার সময় মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে রেজাল্টের বার্তা চলে আসবে। এক্ষেত্রে আপনি একই পদ্ধতিতে উচ্চমাধ্যমিকের রেজল্টও এসএমএসের মাধ্যমে পেতে পারেন।
এটাও পড়ুন Mobile Tracking: নতুন পোর্টাল নিয়ে আসছে কেন্দ্র সরকার! আর চুরি অথবা হারিয়ে যাবে না আপনার মোবাইল
এছাড়া আপনি কাল বেলা ১২ টার পর থেকে, মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in থেকে সরাসরি পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। অনলাইনে মাধ্যমিক রেজাল্ট দেখার সম্পূর্ণ পদ্ধতিটি জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
এগুলো পড়ুন
Madhyamik Result Check: চলে এল মাধ্যমিকের রেজাল্ট, দেখে নিন নতুন নিয়ম অনুযায়ী রেজাল্ট দেখার পদ্ধতি
Online Shopping: এখনই করে নিন যাবতীয় কেনাকাটা! সামনের মাস থেকে ব্যয়বহুল হতে চলেছে অনলাইন শপিং
HS Result 2023: পিছিয়ে গেলো উচ্চমাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন উচ্চমাধ্যমিক রেজাল্টের সঠিক তারিখ