RBI Recruitment 2023: রিজার্ভ ব্যাঙ্কে চাকরির দারুন সুযোগ, মাধ্যমিক পশে ৬০০০০ টাকার বেতনে নিয়োগ হচ্ছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নিয়ে এসেছে চাকরির দারুন সুযোগ। ফার্মাসিস্ট পদের একাধিক শুন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা আবেদনের যোগ্যতা, পদ্ধতি বয়সসীমা জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

RBI Recruitment 2023 for Pharmacist

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী ফার্মাসিস্ট এর ২৫ টি শুন্য পদে নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ২৫টি শুন্য পদের মধ্যে ২টি SC, ২টি ST, ৬টি OBC ৩টি EWS এবং ১৩টি আসন GEN শ্রেণীর প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। ফার্মাসিস্ট পদে আবেদন করার যোগ্যতা, বয়সসীমা ইত্যাদির তথ্য নিম্নরূপ।

WBSEDCL সংস্থায় ৪৮ হাজার টাকার মাসিক বেতনে চাকরির সুযোগ, শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ হচ্ছে একাধিক পদে।

আবেদন করার পদ্ধতি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ফার্মাসিস্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং প্রার্থীর কাছে ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া প্রার্থীর কাছে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা: উক্ত পদের বয়সসীমা সম্পর্কে কোনও তথ্য রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা জারি করা হয়নি।

বেতন: রিজার্ভ ব্যাঙ্ক এর ফার্মাসিস্ট পদের জন্য মাসিক বেতন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ফার্মাসিস্ট পদের কর্মচারীকে ঘন্টায় ৪০০ টাকা করে বেতন দেওয়া হবে এবং একদিনে সর্বোচ্চ ৫ ঘন্টা কাজ করতে হবে। এই হিসাবে এই পদের মাসিক বেতন ৬০,০০০ টাকা হয়।

৮০ হাজার টাকার বেতনে IIFCL সংস্থায় চাকরির দারুন সুযোগ, এখনই আবেদন করুন।

আবেদন করার পদ্ধতি: উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করে, পূরণ করে তা নিম্নের ঠিকানায় ১০ই এপ্রিলের মধ্যে পাঠিয়ে দিতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: Regional Director, Human Resource Management Department, Recruitment Section, ReserveBank of India, Mumbai Regional Office, Shahid Bhagat Singh Road, Fort, Mumbai – 400001

কলকাতায় সরকারি চাকরির দারুন সুযোগ, ১০ টি শুন্য পদে নিয়োগ করছে কলকাতা কর্পোরেশন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EPCHRM2103202308A19E987C344B5681646382D913E751.PDF

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment