Indian Farmer: এক মুহূর্তেই বদলে গেলো এই চাষীর ভাগ্য! জমি খুঁড়ে পেলেন ২ কোটি টাকার হিরে

আজকাল প্রায় দিনই খবর পাওয়া যায় এত টাকার লটারি কেটে উমুক ব্যাক্তির ভাগ্য বদলে গেছে। তবে সম্প্রতি দেশে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে একটি চাষী তার জমিতে চাষ করতে গিয়ে একটি মূল্যবান পাথর পেয়েছেন। এই মূল্যবান পাথরটির এতটাই দামি যে, ওই ব্যাক্তি রতা-রাতি কোটি পতি হয়ে গেছেন

এক মুহূর্তেই বদলে গেলো এই চাষীর ভাগ্য! জমি খুঁড়ে পেলেন ২ কোটি টাকার হিরে

প্রসঙ্গত সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তুগালি মন্ডল ব্লকের বাসিনপল্লীর এক কৃষক জমিতে কাজ করার সময় একটি হীরা খুঁজে পান। সংবাদ সূত্রের খবর অনুযায়ী ওই ব্যাক্তি আসন্ন খরিফ ফসলের জন্য তার জমিতে কাজ করছিলেন এবং তখনই ওই হীরেটি তিনি খুঁজে পান।

এবিষয়ে জানা যাচ্ছে ওই ব্যাক্তি একটি হীরা ব্যাবসায়ীকে ২ কোটি টাকায় হীরেটি বিক্রি করেছেন। এই ঘটনাটার পর থেকে অন্ধ্রপ্রদেশের রায়ালসিমা অঞ্চলের কিছু অংশে হীরা খোঁজার ভিড় পড়েছে। জানা যাচ্ছে যে, অনন্তপুর ও কুরনুল জেলার সীমান্তবর্তী গুন্টকাল ও পাথিকোন্ডা এলাকার জমি তে এখন চাষীরা হীরা খুঁজছেন।

এটাও পড়ুন Monsoon Vacation: গরমের ছুটির পর এবার বর্ষার ছুটি! ভারী বৃষ্টির কারণে ছুটি পড়লো স্কুলে

জানিয়ে রাখি যে, কুরনুল এবং অনন্তপুর জেলায় এই প্রথম এইরকম ভাবে হীরা পাওয়া যায়নি। এবিষয়ে এর আগেও বহুবার কুরনুল এবং অনন্তপুর জেলার চাষীরা হীরা খুঁজে পেয়েছিলেন। এক্ষেত্রে স্থনীয়দের মতে প্রত্যেক বছর বর্ষার সময় এই রকম ঘটনা বেশি ঘটে।

এটাও পড়ুন Aadhaar Update: বাড়লো আধার কার্ড আপডেট করার সময়সীমা, তবে কত টাকা লাগছে এখন? জেনে নিন

এপ্রসঙ্গে ২০২১ সালে জোন্নাগিরি গ্রামের তিনজন ব্যাক্তি মোট ২.৪ কোটি টাকার হীরা খুঁজে পেয়েছিলেন এবং গত বছর একজন ব্যাক্তি ৪০ লক্ষ টাকার একটি মূল্যবান পাথর এবং আর একজন ব্যাক্তি ১.৪ কোটি টাকার ৩০ ক্যারেটের হীরা পেয়েছিলেন। এই ঘটনা গুলির কারণে বর্তমানে দেশ-বিদেশ থেকে অনেকেই উক্ত এলাকাগুলিতে হীরা খুঁজতে পৌঁছেছেন।

এটাও পড়ুন Lakshmir Bhandar: আজকেই করতে হবে এই কাজ, নইলে আর মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা!

বিশেষজ্ঞদের মতে বর্ষা কালে প্রবল বৃষ্টির কারণে জমির উপরের স্তরের মাটির ধুয়ে গিয়ে মাটির নিচে থেকে হীরা গুলো উঠে আসে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment