Fridge: দিনে কতক্ষণ ফ্রিজ চালানো উচিত? জেনে নিন বিশেষজ্ঞরা কি বলছেন!

আজকের যুগে প্রায় সকলের বাড়িতেই ফ্রিজ রয়েছে। একদিক থেকে বলতে গেলে বর্তমানে ফ্রিজ একটি বিলাসিতার জিনিসের পরিবর্তে প্রয়োজনের জিনিস হয়ে উঠেছে। তবে এই প্রয়োজনীয় যন্ত্রটি একদিকে যেমন আমাদের জীবনে বিভিন্ন ধরণের সুবিধা নিয়ে এসেছে তেমন অন্যদিকে বেড়েছে বিদ্যুৎ বিলের খরচ

দিনে কতক্ষণ ফ্রিজ চালানো উচিত? জেনে নিন বিশেষজ্ঞরা কি বলছেন!

এবিষয়ে বেশিরভাগ মানুষের মনেই প্রশ্ন থাকে যে, দিনে কতক্ষণ ফ্রিজ চালানো উচিত? অথবা রাতে ফ্রিজ বন্ধ করে দেওয়া উচিত কি না? এক্ষেত্রে অনেকেই রাতে ফ্রিজ বন্ধ করে দেয় আবার অনেকের ঘরে সারাদিন ফ্রিজ চলে। তবে বিশেষজ্ঞরা এবিষয়ে কি বলছেন? আজকের প্রতিবেদনে আমরা এবিষয়েই আলোচনা করবো।

বর্তমানে প্রচলিত ফ্রিজ গুলি এমন করে তৈরী করা যেখানে সারাদিন ফ্রিজ চালিয়ে রাখাই উচিত। আপনি হয়তো বলবেন যে, সারাদিন ফ্রিজ চালালে বেশি বিদ্যুৎ বিল আসবে। তবে এবিষয়ে বিশেষজ্ঞরা অন্য পরামর্শ দিচ্ছে।

এটাও পড়ুন Indian Farmer: এক মুহূর্তেই বদলে গেলো এই চাষীর ভাগ্য! জমি খুঁড়ে পেলেন ২ কোটি টাকার হিরে

এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, বর্তমান যুগের ফ্রিজ গুলি এমন ভাবে তৈরী করা হয় যেখানে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজটি আসার পর ফ্রিজের কম্প্রেসর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ এবং চালু হয়ে যায়। জানিয়েদি যে, মূলত কম্প্রেসই ফ্রিজে সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, এটি ফ্রিজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ

এটাও পড়ুন Monsoon Vacation: গরমের ছুটির পর এবার বর্ষার ছুটি! ভারী বৃষ্টির কারণে ছুটি পড়লো স্কুলে

এক্ষেত্রে আপনি যদি আপনার ফ্রিজ ২-৩ ঘন্টা অথবা লম্বা সময়ের জন্য বন্ধ করে দেন তাহলে একদিকে যেমন ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যেতে পারে তেমন অন্যদিকে আপনি যখন আবার ফ্রিজ চালু করবেন তখন ফ্রিজটিকে ঠান্ডা করার জন্য বেশি বিদ্যুৎ খরচ হবে

এটাও পড়ুন Aadhaar Update: বাড়লো আধার কার্ড আপডেট করার সময়সীমা, তবে কত টাকা লাগছে এখন? জেনে নিন

তবে আপনার ফ্রিজে যদি কোনও কিছু না রাখা থাকে তাহলে ফ্রিজ বন্ধ রাখাই উচিত হবে। এছাড়া ফ্রিজ পরিষ্কার করার সময় অথবা কোনও লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার সময় ফ্রিজ বন্ধ রাখাই উচিত।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment