Monsoon Vacation: গরমের ছুটির পর এবার বর্ষার ছুটি! ভারী বৃষ্টির কারণে ছুটি পড়লো স্কুলে

শেষ হয়েছে এবছরের গরমের ছুটি, গত ১৫ই জুন, বৃহস্পতিবার থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শুরু হয়েছে পঠন-পাঠন। কিন্তু গরম থাকার কারণে স্কুল খোলার সঙ্গে সঙ্গে দাবি উঠতে শুরু করে মর্নিং স্কুল করার। তবে আজ সকালে বৃষ্টি হওয়ার পর থেকে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে।

গরমের ছুটির পর এবার বর্ষার ছুটি! ভারী বৃষ্টির কারণে ছুটি পড়লো স্কুলে

তবে এই বৃষ্টির কারণে দেশের অন্য এক রাজ্যে আবার বন্ধ করা হয়েছে স্কুল। এবিষয়ে সংবাদ সূত্রের খবর অনুযায়ী তামিলনাড়ুর চেন্নাই এবং তার পার্শবর্তী জেলা গুলির স্কুলে আবার ছুটি জারি করা হয়েছে। প্রসঙ্গত প্রবল বৃষ্টিপাতের ফলে চেন্নাই এবং তার পার্শবর্তী জেলাগুলির স্কুলে সোমবারের ক্লাস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এক্ষেত্রে জানা যাচ্ছে যে, চেন্নাই এবং এর পার্শ্ববর্তী জেলা চেঙ্গলপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, ভেলোর এবং রানিপেটের স্কুল গুলিতে বর্ষার কারণে বন্ধ করা হয়েছে। জানিয়ে রাখি যে, পশ্চিমবঙ্গের মতনই গত কয়েকদিন তামিলনাড়ুর তেও অত্যাধিক গরম পড়েছিল। বৃষ্টিপাতের কারণে এই গরমের হাত থেকে রেহাই পেয়েছে রাজ্য বাসি।

এটাও পড়ুন Aadhaar Update: বাড়লো আধার কার্ড আপডেট করার সময়সীমা, তবে কত টাকা লাগছে এখন? জেনে নিন

তবে এই বৃষ্টিপাত একদিকে যেমন গরমের হাত থেকে রেহাই দিয়েছে তেমন অন্যদিকে বিপাকে ফেলেছে চেন্নাই বাসীদের। স্কুলে ছুটি পড়ার পাশাপাশি যাতায়াত ও বিমান ব্যবস্থাও আঘাত পেয়েছে। জানা যাচ্ছে যে, দোহা এবং দুবাই থেকে আসা ১০টিরো বেশি আন্তর্জাতিক ফ্লাইট বেঙ্গালুরু বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এটাও পড়ুন Lakshmir Bhandar: আজকেই করতে হবে এই কাজ, নইলে আর মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা!

এক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী কিছু দিন চেন্নাইয়ে আরও বৃষ্টিপাত হবে। যার ফলে স্কুলে আবার বর্ষা কালীন ছুটি পড়তে পারে। জানিয়ে রাখি যে, পশ্চিমবঙ্গের মতনই তামিলনাড়ু তেও গরমের ছুটি এবছর বেশ লম্বা ছিল, ২৯শে এপ্রিল থেকে শুরু করে ১৪ই জুন পর্যন্ত ছুটি জারি করা হয়েছিল।

এটাও পড়ুন HS Students: দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপর পড়লো চাপের পাহাড়! বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

তবে এবিষয়ে জানিয়ে রাখি, যে পশ্চিমবঙ্গে এইরকম আকস্মিক বর্ষার ছুটি জারি করার সম্বাবনা খুবই কম। কেননা এবছরের গরমের ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে চিন্তিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা দফতর।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment