HS Students: দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপর পড়লো চাপের পাহাড়! বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

এবছর দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রী অর্থ্যাৎ সামনের বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে বিরাট সমস্যা। গরমের ছুটির কারণে এবছর পড়ুয়াদের পঠন-পাঠন তথা পাঠ্যক্রমে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা সবথেকে বেশি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রভাবিত করতে চলেছে।

দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপর পড়লো চাপের পাহাড়! বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

বর্তমানে সরকারি স্কুলের পড়ুয়াদের সিলেবাস নিয়ে চিন্তিত সকলেই, তবে এক্ষেত্রে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস সারা নিয়ে বিশেষ ভাবে চিন্তিত রাজ্যের শিক্ষা মহল। কারণ একদিকে যেমন এবছর গরমের ছুটির কারণে নষ্ট হয়েছে ৫০ দিনেরও বেশি ক্লাস, তেমন অন্যদিকে সামনের বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষাও প্রায় এক মাস এগিয়ে এসেছে

এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস তবুও সময়ের মধ্যে সারা হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই মাধ্যমিকের অর্থাৎ দশম শ্রেণীর, ৫-৬ মাস ক্লাস নেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে উচ্চমাধ্যমিকের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ক্লাস এখনো শুরু হয়নি। এপ্রসঙ্গে সবে মাত্র রাজ্যের সরকারি স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণীর ভর্তি শুরু হয়েছে

এটাও পড়ুন Summer School: বাড়লো না গরমের ছুটি! আর কত দিন থাকবে এই রকম অস্বস্তিকর গরম

এমনপরিস্থিতে ২০২৪ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে সিলেবাস শেষ করার জন্য মাত্র ৬ থেকে ৭ মাস সময়ই আছে। জানিয়ে রাখি যে, সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু। অন্যদিকে এবছর প্রায় শেষ হতে এল জুন মাস, অর্থাৎ এবছর হাতে আর ৬ মাস এবং সামনের বছরের এক মাস, মোট সাত মাস সময়

এটাও পড়ুন Second Summer Vacation: খুলেছে স্কুল কিন্তু গরম থেকে রেহাই নেই! এমন পরিস্থিতিতে আবার গরমের ছুটি পড়বে নাকি?

এই সাত মাস সময়ের মধ্যে আবার, রয়েছে টেস্ট পরীক্ষা, প্রাক্টিকাল পরীক্ষা এবং প্রজেক্ট। কেটে ছেঁটে দেখতে গেলে উচ্চমাধ্যমিক ২০২৪ এর সিলেবাস সারার জন্য হাতে ৫-৬ মাস সময়ই আছে। আবার অন্যদিকের রাজ্যের শিক্ষা মহলে, আবার গরমের ছুটি বাড়ানোর দাবি উঠছে।

এটাও পড়ুন WB Govt School: বাতিল টিফিনের ছুটি, সরকারি স্কুলগুলিতে শনিবার নেওয়া হবে অতিরিক্ত ক্লাস! জেনে নিন বিস্তারিত

এমন পরিস্থিতে এই অল্প সময়ের মধ্যে শুধু মাত্র স্কুলের উপর ভরসা করে সিলেবাস সারা একটু অসম্ভব ব্যাপার। তবে যারা একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলো তাদের অতটাও অসুবিধা হবে না।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment