Aadhaar Update: বাড়লো আধার কার্ড আপডেট করার সময়সীমা, তবে কত টাকা লাগছে এখন? জেনে নিন

আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ সরকারি নথি গুলির মধ্যে একটি হলো আধার কার্ড। একদিকে যেমন আধার কার্ড একটি পরিচয় পত্রের মতো ব্যবহার করা হয় তেমন অন্যদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, ভোটার কার্ড এমনকি মোবাইলের সিম কার্ড নেওয়ার জন্যেও বর্তমানে আধার কার্ডের প্রয়োজন হয়। এই কারণেই সরকারে তরফে সময়ে সময়ে এই ডকুমেন্টটিকে আপডেট করার পরামর্শ জারি করা হয়।

বাড়লো আধার কার্ড আপডেট করার সময়সীমা, তবে কত টাকা লাগছে এখন? জেনে নিন

এবিষয়ে আধার সংস্থা UIDAI তথা কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল যে, ১০ বছর আগে তৈরী অথবা আপডেট করা আধার কার্ডকে আপডেট করতে হবে। এক্ষেত্রে আধার কার্ড আপডেট করার এই কাজটি বিনামূল্যে করার জন্য আধার সংস্থা UIDAI ১৫ই মার্চ থেকে ১৪ই জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

তবে বর্তমানে এই সময় পার হয়ে গেলেও UIDAI এর তরফে আবার আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে আধার কার্ড আপডেট করার সময়সীমা আরও তিন মাস সময় বাড়িয়ে আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এই সময়সীমার মধ্যে আপনি বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পাবেন।

এটাও পড়ুন Lakshmir Bhandar: আজকেই করতে হবে এই কাজ, নইলে আর মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা!

তবে ১৪ই সেপ্টেম্বরের পর এই কাজ করতে গেলে আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে। এক্ষেত্রে ১৪ই সেপ্টেম্বরের পর অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করলে ২৫ টাকা এবং আধার কেন্দ্র থেকে করলে ৫০ টাকা চার্জ দিতে হবে। তাই এখনই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিন।

এটাও পড়ুন HS Students: দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপর পড়লো চাপের পাহাড়! বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

তবে আপনি হয়তো ভাবছেন যে, আমার আধার কার্ড তো ১০ বছর পুরনো নয় তো আমি কেন আপডেট করবো? এবিষয়ে জানিয়েদি যে, আপনার আধার কার্ড ১০ বছর পুরনো নাহলেও এখন বিনামূল্যে এই কাজটি করে নেওয়া উচিত। কেননা এখন আপনি যদি বিনামূল্যে এই কাজটি করে নেন তাহলে আপনাকে আগামী ১০ বছরের জন্য আধার কার্ড আপডেট করা নিয়ে ভাবতে হবে না

এটাও পড়ুন Summer School: বাড়লো না গরমের ছুটি! আর কত দিন থাকবে এই রকম অস্বস্তিকর গরম

এক্ষেত্রে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে মাই আধার পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ এ গিয়ে আপনার আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর নিচের দিকে গিয়ে Document Update বিকল্পে ক্লিক করে আপনার নাম, ঠিকানার নথি আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার ভোটার কার্ড অথবা রেশন কার্ড এর ছবি আপলোড করতে পারবেন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment