অবশেষে মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেরও রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবিষয়ে গত কাল অর্থাৎ ১৫ই মে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, আগামী ২৪শে মে, বুধবার বেলা ১২ টা নাগাদ সংসদের তরফে এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।

তবে ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট তথা মার্কশিট এবং সার্টিফিকেট পরীক্ষার্থীদের হাতে ২৪ তারিখের বদলে মে মাসের ৩১ তারিখে তুলে দেওয়া হবে। আর এই জন্যেই বর্তমানে বেশকিছু পরীক্ষার্থীর মনে প্রশ্ন উঠছে যে, এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট আসলেই কবে প্রকাশিত হতে চলেছে, ২৪ তারিখ না ৩১ তারিখ?
যদিও এবিষয়ে কোনও বিভ্রন্তি সৃষ্টি হওয়ার কথা নয়, তার সত্ত্বেও জানিয়েদি যে, এবছরের উচ্চমাধমিকের রেজাল্ট ২৪ তারিখই প্রকাশিত হচ্ছে। পরীক্ষার্থী এবং অভিভাবকরা ২৪ তারিখ সাড়ে ১২ টা থেকে অনলাইন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং এসএমএস এর মাধ্যমে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে।
এটাও পড়ুন HS Result 2023: পিছিয়ে গেলো উচ্চমাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন উচ্চমাধ্যমিক রেজাল্টের সঠিক তারিখ
তবে রেজাল্টের হার্ডকপি মানে মার্কশিট এবং সার্টিফিকেট ৩১শে মে পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে। এবিষয়ে সংসদের তরফে বিদ্যালয় গুলিকে ৩১ তারিখ বেলা ১১ টার পর সংসদের রেজাল্ট বিতরণ ক্যাম্প থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আপনি ২৪ তারিখ থেকেই অনলাইন পোর্টালের মাধ্যমে এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে এবং প্রিন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনি উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য wbresults.nic.in পোর্টালে যেতে পারেন অথবা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://wbchse.wb.gov.in/) দেওয়া যেকোনো পোর্টালে যেতে পারেন।
এটাও পড়ুন Summer Vacation End: আবার কবে খুলছে স্কুল? দেখে নিন কি জানাচ্ছে রাজ্য সরকার
আপনার পছন্দের পোর্টালে গিয়ে আপনাকে উচ্চমাধ্যমিক রেজাল্ট বিকল্পে ক্লিক করতে হবে। তারপর অপার মোবাইলে যে ফর্মটি আসবে তাতে পরীক্ষার্থীর রোল এবং নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই উক্ত পরীক্ষার্থীর উচ্চমাধমিকের রেজাল্ট দেখিয়ে দিবে। এক্ষেত্রে আপনি ওই রেজাল্টটিকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্টও করতে পারবেন।