Online Shopping: এখনই করে নিন যাবতীয় কেনাকাটা! সামনের মাস থেকে ব্যয়বহুল হতে চলেছে অনলাইন শপিং

আজকের এই ইন্টারনেটের যুগে প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এখন মাত্র একটি আঙুলের ইশারাতেই দোরগোড়ায় চলে আসে। ডিসকাউন্ট এবং বিভিন্ন ধরণের অফারের কারণে অনলাইন থেকে শপিং করা একদিকে যেমন সুবিধাজনক ঠিক তেমনই পকেটের ক্ষেত্রেও স্বাস্থকর। তবে শীঘ্রই অনলাইন শপিং এর ক্ষেত্রে এই সুবিধা বিলুপ্ত হতে চলেছে।

এখনই করে নিন যাবতীয় কেনাকাটা! সামনের মাস থেকে ব্যয়বহুল হতে চলেছে অনলাইন শপিং

অন্তত সংবাদ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এবিষয়ে সংবাদ সূত্রের খবর অনুযায়ী ৩১শে মে থেকে অ্যামাজন শপিং ব্যয়বহুল হতে চলেছে। আর এটা স্বাভাবিক যে, একটি সংস্থা তার সামগ্রীর দাম বাড়ালে তার দেখাদেখি বাকি সংস্থাগুলিও তাদের সামগ্রীর দাম বাড়িয়ে দিবে।

এবিষয়ে জানা যাচ্ছে যে, ই কমার্স জায়ান্ট অ্যামাজন তাদের প্লাটফর্মের ফি এবং কমিশন বৃদ্ধি করতে চলেছে। জানিয়েদি যে, অ্যামাজন এই অতিরিক্ত ফি এবং কমিশন বিক্রেতাদের কাছ থেকে নিতে চলেছে। এবিষয়ে বিক্রেতা নিশ্চয় তার পকেট থেকে এই ফি দিবে না। এই অতিরিক্ত কমিশনের কারণে বাড়তে চলেছে যাবতীয় সামগ্রীর দাম।

এটাও পড়ুন Madhyamik Result Check: চলে এল মাধ্যমিকের রেজাল্ট, দেখে নিন নতুন নিয়ম অনুযায়ী রেজাল্ট দেখার পদ্ধতি

জানা যাচ্ছে যে, ইলেকট্রনিক্স থেকে কসমেটিক যাবতীয় সামগ্রীর উপর এই অতিরিক্ত কমিশন আগামী ৩১শে মে থেকেই লাগু হতে চলেছে। জামাকাপড়, মেকাপ, মুদি এবং এমনকি ওষুধের উপরেও এই চার্জ বৃদ্ধি হতে চলেছে। ওভার-দ্য-কাউন্টার ওষুধের ৫.৫ শতাংশের কমিশন বৃদ্ধি হয়ে ১২ শতাংশ কমিশন হতে চলেছে। এছাড়া বেশকিছু সামগ্রীর উপরে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন চার্জ করা হবে বলে জানা যাচ্ছে।

এটাও পড়ুন Higher Secondary Result: ২৪ তারিখ না ৩১ তারিখ, কবে প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? দেখে নিন কি জানাচ্ছে সংসদ

এবিষয়ে অন্য এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন রিটার্ন করা সামগ্রীর উপরেও অতিরিক্ত কিছু চার্জ করতে চলেছে। তবে এবিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা মার্কেটের উপর নির্ভর করে এই পরিবর্তন করেছে। এবিষয়ে সংস্থা আরও জানাই যে, তার বেশকিছু সামগ্রীর কমিশন হ্রাস করেছে

এটাও পড়ুন HS Result 2023: পিছিয়ে গেলো উচ্চমাধ্যমিকের রেজাল্ট! দেখে নিন উচ্চমাধ্যমিক রেজাল্টের সঠিক তারিখ

অন্যদিকে অ্যামাজন সংস্থা অর্থনৈতিক অস্থীরতার কারণে, দেশ-বিদেশের অন্যান্য সংস্থার মতো ছাঁটাইও শুরু করেছে। এবিষয়ে গত কয়েকদিন আগে অ্যামাজন প্রায় ৫০০ জন ভারতীয় কর্মচারীদের চাকরি বাতিল করেছে। এবং খবর অনুযায়ী অদূর ভবিষ্যতে আরও ৯০০০ কর্মচারীর চাকরি বাতিল হতে পারে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment