Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারের দেখা দেখি শুরু হলো নতুন প্রকল্প, প্রতি বছর ১২ হাজার টাকা দিবে সরকার

নারী কল্যাণ প্ৰকল্প গুলির তালিকায় বর্তমানে একটি জনপ্রিয় নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পটি রাজ্যের বাইরেও নাম কামিয়েছে। এই প্রকল্পের সাফল্যতা কারণে লক্ষ্মীর ভান্ডারের দেখা দেখি এখন একটি নতুন প্রকল্প শুরু হতে চলেছে

লক্ষ্মীর ভান্ডারের দেখা দেখি শুরু হলো নতুন প্রকল্প, প্রতি বছর ১২ হাজার টাকা দিবে সরকার

সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকারের দেখা দেখি তামিল নাড়ু সরকারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই একটি নারী কল্যাণ প্রকল্প নিয়ে আসতে চলেছে। তবে এক্ষেত্রে প্রতিবছর ১২ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে তামিল নাড়ু সরকার।

এবিষয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, “কালাইগনার মাহালির উরিমাই থিট্টম” নামক প্রকল্পের অন্তর্গত রাজ্যের মহিলাদের প্রতিবছর ১২,০০০ টাকা অর্থাৎ প্রতিমাসে ১০০০ টাকা করে প্রদান করা হবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র বাড়িরই পরিবারের মহিলা প্রধানকেই এই প্রকল্পের অন্তর্গত সুবিধা প্রদান করা হবে।

এটাও পড়ুন PM Kisan: এই ছোট্ট ভুলটা করলেই পড়বেন বিরাট সমস্যায়, অ্যাকাউন্টে আসবে না পিএম কিষানের টাকা

অর্থাৎ একটি পরিবার থেকে শুধুমাত্র একজন মহিলাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। এবিষয়ে জানিয়েদি, যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকলের অন্তর্গত বাড়ির সকল মহিলাকে ৫০০ থেকে ১০০০ টাকা করে প্রতিমাসে প্রদান করা হয়।

এটাও পড়ুন HS Exam Registration: বড়সড় বিজ্ঞপ্তি সংসদের, উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে হলে করতে হবে এই কাজ

এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার তফশিলী জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতিমাসে ১০০০ টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা করে প্রদান করে। তবে তামিল নাড়ু সরকার এবার KMUT প্রকল্পের অন্তর্গত সকল মহিলাকে প্রতিমাসে ১০০০ টাকা করে প্রদান করতে চলেছে।

এটাও পড়ুন Tomato Price: রেশন থেকে দেওয়া হবে টমেটো! বড়সড় সিদ্ধান্ত সরকারের

জানিয়ে রাখি যে, বর্তমানে দেশের আরও বেশকিছু রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই বেশ কিছু প্রকল্প চলছে। যার মধ্যে একটি জনপ্রিয় নাম হচ্ছে মধ্যপ্রদেশের লাডলি বাহনা যোজনা, এই প্রকল্পেরও অন্তর্গত মহিলাদের প্রতিমাসে ১০০০ টাকা করে প্রদান করা হয়।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment