PM Kisan: পাশে রাখুন এই ডকুমেন্ট গুলি, এই মাসেই আসবে পিএম কিষানের ২০০০ টাকা

দেশ জুড়ে প্রায় ১০ কোটিরও বেশি চাষী বর্তমানে পিএম কিষান যোজনার পরবর্তী কিস্তির অপেক্ষা করছে। এবিষয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, খুব সম্ভবত জুলাই মাসেই পিএম কিষানের ১৪ তম কিস্তির ২০০০ টাকা চাষীদের ব্যাঙ্কে আসতে পারে। তবে এরই মাঝে কেন্দ্রের তরফে উঠে আসছে একটি নতুন আপডেট

পাশে রাখুন এই ডকুমেন্ট গুলি, এই মাসেই আসবে পিএম কিষানের ২০০০ টাকা

এবিষয়ে পিএম কিষান যোজনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে বেশকিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কাজ সেরে রাখার পরামর্শ দেওয়া হয়। জানানো হয় যে, এগুলি না করলে চাষীরা আসন্ন পিএম কিষানের ১৪ তম কিস্তির টাকা পাবেন না

প্রথমত পিএম কিষানের যোজনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় যে, যে সকল চাষী পিএম কিষানের ১৪তম কিস্তির ২০০০ টাকা নিতে ইচ্ছুক তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে, তাদের ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না। যদি এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে তারা পিএম কিষানের টাকা পাবেন না

এটাও পড়ুন Pan Aadhaar: প্যান-আধার লিঙ্ক করতে ব্যর্থ হয়েছেন? এবার কি করতে হবে জেনে নিন

এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে আপনাকে শীঘ্রই তা করে নিতে হবে। আপনি সরাসরি আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে অথবা ব্যাঙ্কের মোবাইল অ্যাপ থেকে এই কাজটি করতে পারবেন।

এটাও পড়ুন Bank Holidays: জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন

অন্যদিকে পিএম কিষানের টুইটার পোস্ট থেকে আরও জানা যায় যে, পিএম কিষানের টাকা শুধু মাত্র সেই সকল চাষীদেরই দেওয়া হবে যাদের পিএম কিষান প্রকল্পে e-kyc করা রয়েছে। অর্থাৎ যারা এখনো পিএম কিষান প্রকল্পে e-kyc করেননি তারা পিএম কিষানের টাকা পাবেন না।

এটাও পড়ুন Student Tablet: এবার পড়ুয়াদের সরাসরি দেওয়া হবে ট্যাব! রাজ্য শিক্ষা শিবিরে নতুন দাবি

এবিষয়ে জানিয়েদি যে, গত কয়েকবার ধরে এই কারণের জন্যেই কোটি কোটি চাষীর পিএম কিষানের টাকা আটকে যাচ্ছে। এক্ষেত্রে e-kyc করার জন্য আপনাকে পিএম কিষান পোর্টালে (https://pmkisan.gov.in/) গিয়ে আধার ভেরিফিকেশন করলেই আপনার পিএম কিষান প্রকল্পের e-kyc হয়ে যাবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment