কয়েক বছর আগে যখন স্মার্ট ফোন (Smart Phone) এবং ইন্টারনেটের (Internet) প্রচলন ছিলোনা তখন আমাদের বিনোদনের একটি মাত্র সাহারা ছিল টিভি (Television)। কিন্তু স্মার্ট ফোন এবং ইন্টারনেট আসার পর থেকে বদলেছে আমাদের বিনোদনের উৎস। তবে টিভির চাহিদা কমলেও তা শেষ হয়নি, যার ফলে একদিকে যেমন ইন্টারনেট রিচার্জ করতে হচ্ছে তেমন অন্যদিকে কেবিল, DTH ইত্যাদির পেছনেও খসাতে হচ্ছে গ্যাঁটের কড়ি।
তবে এবিষয়ে এবার একটি বড়সড় সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার (Central Government)। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই দেশে একটি নতুন পরিষেবা শুরু হতে চলেছে, এবং এই পরিষেবার মাধ্যমে আপনি ইন্টারনেট ছাড়াই আপনার মোবাইল থেকে দেখতে পারবেন লাইভ টিভি।
বর্তমানে আমাদের বাড়িতে মূলত DTH অর্থাৎ direct-to-home (ডাইরেক্ট-টু-হোম) প্রযুক্তির মাধ্যমে টিভিতে ছবি আসে। ভারত সরকার (Government of India) মূলত এই রকমই একটি প্রযুক্তি নিয়ে আসতে চলেছে যার মাধ্যমে আপনি আপনার মোবাইলেই টিভির মজা নিতে পারবেন, তাও আবার বিনা ইন্টারনেট ও বিনামূল্যে।
এটাও পড়ুন Onion Price: টমেটোর পর এবার পেঁয়াজের পালা, দিন দশেকের মধ্যেই নাগালের বাইরে যাবে পেঁয়াজ
এবিষয়ে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, ভারত সরকার বর্তমানে DTM বা D2M অর্থাৎ direct-to-mobile (ডাইরেক্ট-টু-মোবাইল) প্রযুক্তির ওপর কাজ করছে। এই প্রযুক্তির মাধ্যমে আপনি কেবিল অথবা DTH এর মতনই আপনার ফোনে টিভি দেখতে পারেবন। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, এই প্রযুক্তিটি অনেকটা রেডিওর মতো কাজ করবে।
রেডিওতে যেমন গান, খবর ইত্যাদি শোনার জন্য কোনো রকম পয়সা দিতে হয়না ঠিক তেমনি DTM প্রযুক্তিটি কাজ করবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। সূত্রের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications) তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting) এবং IIT-কানপুর বর্তমানে এই প্রযুক্তির ওপর কাজ করছে।
এটাও পড়ুন DA Hike: পুজোর আগেই সরকারি কর্মীরা পেলেন উপহার, বাড়তে চলেছে সরকারি কর্মীদের DA
এবিষয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকার, দেশের টিভি চ্যানেল সংস্থা এবং টেলিকম অপারেটরদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে বলে যান যাচ্ছে। এবং খুব সম্ভবত আগামী কিছু দিনের মধ্যেই এবিষয়ে একটি বৈঠক করা হতে পারে।
তবে এক্ষেত্রে অনেকেই বলছেন যে, টেলিকম সংস্থা গুলি হয়তো এই প্রস্তাবটির বিরোধিতা করবে। কারণ ডাইরেক্ট-টু-মোবাইল প্রযুক্তি চালু হলে টেলিকম সংস্থা গুলির ইন্টারনেটের চাহিদা কমে যাবে। অন্যদিকে আবার কেবিল অপারেটররাও এর বিরোধিতা করতে পারে, কারণ ডাইরেক্ট-টু-মোবাইলের কারণে তাদের উজাড়-বেশ প্রভাবিত হবে।