Aadhaar: আর মাস খানেক পাবেন আধার কার্ডের এই সুবিধাটি, তারপরেই গুনতে হবে মাসুল

বর্তমানে ভোটার, প্যান অথবা রেশন কার্ডের থেকেও গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠছে আধার কার্ড (Aadhaar Card), ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সকল খুঁটিনাটি কাজে বাধ্যতামূলক হয়ে উঠেছে আধার কার্ড। এমন পরিস্থিতে বর্তমানে দেশের ৮ থেকে ৮০ সকলের কাছেই নিজেস্ব আধার কার্ড রয়েছে। আধার সংস্থা UIDAI পরামর্শ দিচ্ছে যে, দেশের সকল নাগরিকে ১০ বছরে অন্তত একবার আধার কার্ড আপডেট করতে হবে।

Aadhaar: আর মাস খানেক পাবেন আধার কার্ডের এই সুবিধাটি, তারপরেই গুনতে হবে মাসুল

বিনামূল্যে আধারের কোন সুবিধা পাওয়া যাচ্ছে?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী আধার কার্ডের তথ্য কে যথার্থতা নিশ্চিত করার জন্য ১০ বছর আগে তৈরী করা অথবা আপডেট করা এমন আধার কার্ডকে শীঘ্রই আপডেট করতে হবে। এবং এবিষয়েই UIDAI দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধাটি নিয়ে এসেছে।

এক্ষেত্রে জানিয়ে রাখি যে, এই সুবিধাটি আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্তই চলবে, এর আগে সময়সীমাটি ১৪ ই জুন নির্ধারিত করা হয়েছিল। কিন্ত আধার কার্ড আপডেট করার চাহিদা দেখে UIDAI এর সময়সীমা বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর করেছে। এক্ষেত্রে ৩০ শে সেপ্টেম্বরের পর এই পরিষেবাটির সুবিধা নেওয়ার জন্য আপনাকে মাসুল দিতে হবে।

তবে জানিয়ে রাখি যে, বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধাটি আপনি শুধুমাত্র মাই আধার পোর্টাল থেকেই পাবেন। আধার কেন্দ্র থেকে এই ক্যাটি করতে হলে আপনাকে ৫০ টাকা ফি মানে চার্জ দিতে হবে।

এটাও পড়ুন Tomato Price: আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে টমেটোর দাম, ভাঙতে পারে আগের রেকর্ড

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার পদ্ধতি

বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা, ইত্যাদি ডকুমেন্ট আপলোড করার পদ্ধতি নিম্নরূপ।

  • আপনাকে সবার প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারে মাই আধার পোর্টাল (https://myaadhaar.uidai.gov.in/) খুলতে হবে।
  • এরপর আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে লগইন করতে হবে।
  • মাই আধার পোর্টালে লগইন করার পর নিচের দিকে গিয়ে “ডকুমেন্ট আপডেট” বিকল্প নির্বাচন করতে হবে।
  • আপনার আধার কার্ডের সমস্ত তথ্য যাচাই করে Next বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমান চয়ন করতে হবে। (এক্ষেত্রে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন।)
  • আপনার চয়ন করা ডকুমেন্টেটিকে ছবি তুলে অথবা স্ক্যান করে আপলোড করে Next বিকল্পে করতে হবে।
  • এরপর সাবমিট করলেই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপলোড হয়ে যাবে।

এটাও পড়ুন PM Kisan 15th Instalment: কবে আসবে পিএম কিষাণের পরবর্তী কিস্তি? জেনে নিন সম্ভাব্য দিন ক্ষণ

জানিয়ে রাখি যে, ৩০ শে সেপ্টেম্বরের পরে এই পদ্ধতিতে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে অতিরিক্ত একটি ধাপে গিয়ে ২৫ টাকার পেমেন্ট করতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment