সামনেই পুজো আর তার আগেই সকরকারী কর্মচারীর এবং পেনশনভোগীরা পেতে চলেছেন একটি দুর্দান্ত উপহার। এবিষয়ে দিল্লি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যা, দেশের প্রায় এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) আবার ৩ শতাংশ করে বাড়তে চলেছে।
অর্থাৎ সবকিছু ঠিক থাকলে কেন্দ্র সরকারের কর্মচারীরা এবং পেনশনভোগীরা এবার ৪২ শতাংশের পরিবর্তে ৪৫ শতাংশ করে ডিএ পেতে চেলছে। এক্ষেত্রে প্রথমত ৪৬ শতাংশের DA এর অর্থাৎ ৪ শতাংশ DA বৃদ্ধির দাবি উঠলেও শেষমেষ ৩ শতাংশই বৃদ্ধি করা হতে পারে বলে জানা যাচ্ছে দিল্লি সূত্রের খবর অনুযায়ী।
জানিয়ে রাখি যে, সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা মূলত শ্রম দফতর দ্বারা প্রকাশিত CPI-IW (শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক) রিপোর্টের উপর নির্ভর করে ঠিক করা হয়। এক্ষেত্রে শ্রম দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, তিন শতাংশের একটু অধিক DA বাড়া উচিত।
এটাও পড়ুন Amazon নিয়ে এলো দুর্দান্ত অফার, আপনার পুরানো ২০০০ টাকার নোট বদলে দিবে Amazon
এবিষয়ে অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র সাংবাদিকদের জানান যে, আমার ৪ শতাংশ DA বৃদ্ধির বাদী করছি। কিন্তু সরকার হয়তো এবিষয়ে দশমিক বিন্দু বাদ দিয়ে অর্থাৎ ৩ শতাংশই DA বৃদ্ধি করবে। যা বর্তমানের ৪২ শতাংশ DA এর সঙ্গে মিলে ৪৫ শতাংশ হবে।
এবিষয়ে শিব গোপাল মিশ্র আরও জানান যে, অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের তরফে শীঘ্রই DA বৃদ্ধি করার একটি প্রস্তাব তৈরী করা হবে এবং সরকারের অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে প্রস্তাবটি পেশ করা হবে। সবকিছু ঠিক থাকলে সরকারের অনুমোদনের পর কর্মচারীরা ৪৫ শতাংশ করে DA পাবেন, যা পয়লা জুলাই ২০২৩ এর বেতন ওপর থেকে কার্যকর হবে।
এটাও পড়ুন Aadhaar: আর মাস খানেক পাবেন আধার কার্ডের এই সুবিধাটি, তারপরেই গুনতে হবে মাসুল
আপনাদের জানিয়ে রাখি যে, গত ২৪শে মার্চ কেন্দ্রীয় কর্মচারিদের DA ৩৮ শতাংশ থেকে ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছিল। যা পয়লা জানুয়ারি ২০২৩ এর বেতনের ওপর থেকে লাগু হয়েছিল। এক্ষেত্রেও CPI-IW এর রিপোর্টেও উপর নির্ভর করে এই DA বৃদ্ধি করা হয়েছিল।