Amazon নিয়ে এলো দুর্দান্ত অফার, আপনার পুরানো ২০০০ টাকার নোট বদলে দিবে Amazon

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২০০০ হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা এসেছিলো প্রায় মাস দুয়েক আগে। এই দুই মাসের মধ্যেই প্রায় ৮৮ শতাংশ ২০০০ টাকার নোট জমা পড়েছে রিজার্ভ ব্যাংকে। অন্যদিকে এখনও হাতে প্রায় ২ মাস সময় আছে, সেপ্টেম্বর ৩০ পর্যন্ত আপনি বদলাতে পারবেন ২০০০ টাকার নোট। এরই মাঝে Amazon নিয়ে এসেছে একটি দুর্দান্ত পরিষেবা।

Amazon নিয়ে এলো দুর্দান্ত অফার, আপনার পুরানো ২০০০ টাকার নোট বদলে দিবে Amazon

Amazon কোন পরিষেবা নিয়ে এসেছে?

মাস খানেক আগেই Amazon ইন্ডিয়ার তরফে নিয়ে আসা হয়েছিল একটি দুর্দান্ত পরিষেবা। এই পরিষেবার অন্তর্গত আপনি বাড়িতে বসেই বদলাতে পারবেন আপনার পুরানো ২০০০ টাকার নোট। তাও আবার একবারে ২০ হাজার নয়, ৫০ হাজার টাকা

কিভাবে এই পরিষেবাটির সুবিধা নিবেন?

Amazon এর মাধ্যমে বাড়িতে বসে ২০০০ টাকার নোট বদলানোর পদ্ধতি নিম্নরূপ।

  • Amazon ইন্ডিয়ার তরফে নিয়ে আসা ২০০০ টাকার নোট বদলানোর পরিষেবাটি নেওয়ার জন্য আপনাকে সবার প্রথমে আপনার Amazon অ্যাকাউন্টের KYC করতে হবে
  • এরপর Amazon থেকে আপনাকে কিছু একটা অর্ডার করতে হবে।
  • তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, পেমেন্ট অপশনে যেন ক্যাশ অন ডেলিভারি বিকল্পটি চয়ন করা থাকে।
  • এরপর ডেলিভারি এজেন্ট যখন আপনার অর্ডার ডেলিভারি করতে আসবে তখন তাকে আপনি ২০০০ টাকার নোট গুলি দিয়ে দিবেন।
  • আপনার অর্ডারের অতিরিক্ত টাকাটা আপনার Amazon Pay তে কিছুক্ষনের চলে আসবে।

এটাও পড়ুন Aadhaar: আর মাস খানেক পাবেন আধার কার্ডের এই সুবিধাটি, তারপরেই গুনতে হবে মাসুল

আপনি এরপর UPI এর মাধ্যমে আপনার Amazon Pay থেকে ওই টাকা আপনার ব্যাংকে স্থানান্তরিত করে নিতে পারবেন। এবিষয়ে Amazon এর তরফে জানানো হয়েছে যে, একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এই রকম ভাবে জমা করতে পারবে। এবিষয়ে অতিরিক্ত জানতে Amazon এর কাস্টমার কেয়ারে (1800 3000 9009) ফোন করে জানতে পারবেন।

এটাও পড়ুন Tomato Price: আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে টমেটোর দাম, ভাঙতে পারে আগের রেকর্ড

তবে এবিষয়ে অনেকের মনেই প্রশ্ন উঠছে যে, যদি ডেলিভারি এজেন্ট আপনার অতিরিক্ত টাকা আপনার Amazon Pay তে না স্থানান্তরিত করে তাহলে কি হবে। এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এমনটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর যদি কারোর সঙ্গে এমন হয়ে থাকে তাহলে তিনি Amazon এর কাস্টমার কেয়ারে অভিযোগ জানাতে পারেন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment