Tomato Price: আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে টমেটোর দাম, ভাঙতে পারে আগের রেকর্ড

গত মাস থেকেই আগুন লেগেছে কাঁচা আনাজ বিশেষ করে টমেটোর দামে। রীতিমোত মধ্যবিত্তের রান্না ঘর থেকে উধাও হয়েছে টমেটো। মাঝখানে কিছু দিনের জন্য একটু দাম কমলেও তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। এবিষয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এবার ভাঙতে পারে আগের রেকর্ড

Tomato Price: আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে টমেটোর দাম, ভাঙতে পারে আগের রেকর্ড

টমেটোর দাম কতটা বাড়বে?

এবিষয়ে পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন যে, আগামী দিন দশকের মধ্যে টমেটোর দাম পার করবে ৩০০ -র গণ্ডি। আবার অন্যদিকে এও জানা যাচ্ছে যে, শুধুমাত্র টমেটো নয়, টমেটোর সঙ্গে অন্যান্য কাঁচা সবজির দম আগামী কয়েক দিনে বাড়তে পারে। এক্ষেত্রে টমেটো, ক্যাপসিকাম এবং অন্যান্য মৌসুমি শাকসবজির দাম বিশেষ ভাবে প্রভাবিত হবে।

টমেটোর দাম বৃদ্ধি হওয়ার পেছনের কারণ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের কারণে সবজি বাজারের অবস্থা আরও খারাপ হয়েছে। যান যাচ্ছে যে, প্রধান সবজি উৎপাদনকারী অঞ্চল গুলিতে ভারি বৃষ্টিপাতের কারণে একদিকে যেমন ফসল নষ্ট হয়েছে তেমন অন্যদিকে পরিবহনের দিক থেকেও সমস্যা দেখা দিয়েছে।

এটাও পড়ুন PM Kisan 15th Instalment: কবে আসবে পিএম কিষাণের পরবর্তী কিস্তি? জেনে নিন সম্ভাব্য দিন ক্ষণ

আবার কবে স্বাভাবিক হবে সবজির দাম?

দৈনন্দিন যাবতীয় সবজির দাম অস্বাভাবিক ভাবে যাওয়ার কারণে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে, রান্না ঘর থেকে উধাও হয়েছে টমেটো কাঁচা লঙ্কা। এমন পরিস্থিতে সকলের মনে একটাই প্রশ্ন কবে কমবে কাঁচা অন্যের দাম? আবার কবে ৩০-৪০ টাকায় পাওয়া যাবে টমেটো?

এটাও পড়ুন LPG Price: মাসের শুরুতেই এলো দারুন সুখবর, ১০০ টাকা করে কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম

এবিষয়ে কয়েকদিন আগে কেন্দ্র ও রাজ্য সকারের তরফে বেশকিছু ব্যবস্থা নেওয়ার পরে ধীরে ধীরে কমতে শুরু করেছিলো সবজির দাম। কিন্তু বৃষ্টির কারণে আবার ঘুরে বাড়তে শুরু করেছে টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপির মতো সবজির।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এখন আপাতত দুই-তিন সপ্তাহ বাজারের অবস্থা এমনি থাকবে। তার পরে সম্ভবত ধীরে ধীরে স্বাভাবিক হবে সবজির দাম।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment