ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সম্প্রতি প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩১শে মার্চ থেকে পিছিয়ে ৩০শে জুন করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সিদ্ধান্তের কারণে দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ যাদের এখনও প্যান-আধার লিঙ্ক হয়নি তারা একটু স্বস্তি পেয়েছে। তবে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত একদিকে যেমন একটু স্বস্তি নিয়ে এসেছে তেমন অন্যদিকে সৃষ্টি করেছে এক নতুন বিভ্রান্তির। অনেকের মাথায় এখন প্রশ্ন উঠছে যে প্যান-আধার লিঙ্ক করার জন্য কত টাকা ফি দিতে হবে। আজকের এই প্রতিবেদনে আমার এই বিষয়টি নিয়েই আলোচনা করবো।
প্যান-আধার লিঙ্ক করার আগের শেষ তারিখ অর্থাৎ ৩১শে মার্চ ২০২৩ এর মধ্যে মধ্যে সকলের প্যান-আধার লিঙ্ক করার কোনো মতেই সম্ভব নয়। কারণ আগের নিয়ম অনুযায়ী প্যান-আধার লিঙ্ক করার জন্য হাতে মাত্র দুই থেকে তিন দিনসময় ছিল এবং দেশ জুড়ে প্রায় কয়েক কোটি প্যান কার্ড এখনও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি।
এই অল্প সময়ের মধ্যে এত প্যান-আধার লিঙ্ক করা অসম্ভ হওয়ার করণেই দেশ জুড়ে প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর দাবি উঠছিল। এবিষয়ে এই দাবিটি আয়কর বিভাগ মেনেও নিয়েছে। মঙ্গোল বার আয়কর বিভাগ প্যান-আধার লিঙ্ক করার জন্য আরও অতিরিক্ত তিন মাসের সময় দিয়েছে।
প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে অনেকেই করছে এই ভুল, যার কারণে ১০ হাজার টাকার জরিমানা সহ জেলও হতে পারে।
তবে রাজনৈতিক মহলে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর দাবির পাশাপাশি উঠেছিল প্যান-আধার লিঙ্ক করার জরিমানা মাফ করার দাবিও। প্রসঙ্গত বর্তমানে প্যান-আধার লিঙ্ক করার জন্য হাজার টাকার জরিমানা দিতে হয়। এই জরিমানাকেই ফ্রি করার দাবি করেছিল অনেকেই।
তবে আয়কর বিভাগ সরাসরি জানিয়ে দিয়েছে যে, প্যান-আধার লিঙ্ক করার জন্য হাজার টাকার জরিমানা দিতেই হবে। এবিষয়ে আয়কর বিভাগ জানিয়েছে যে, ৩০শে জুন ২০২৩ এর সকল ভারতীয় নাগরিককে হাজার টাকার ফি দিয়ে প্যান-আধার লিঙ্ক করতে হবে।
Aadhar Card Update: আধার কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড! দেখে নিন কি জানাচ্ছে UIDAI
প্রসঙ্গত আয়কর বিভাগ গত বছরই জানিয়ে দিয়ে ছিলো যে, ৩১শে মার্চ ২০২২ এর মধ্যে যারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে ব্যর্থ হবে তাদেরকে ৫০০ টাকার ফি দিয়ে ৩০শে জুন ২০২২ এর মধ্যে প্যান-আধার লিঙ্ক করতে হবে। এবিষয়ে ৩০শে জুন ২০২২ এর মধ্যেও প্যান-আধার লিঙ্ক করতে ব্যর্থ হলে ১০০০ টাকার ফি দিয়ে তা করতে হবে বলে জানিয়েছিল আয়কর বিভাগ। বর্তমানে এই ১০০০ টাকার ফি দিয়েই প্যান-আধার লিঙ্ক করতে হচ্ছে।
👉 আগামী ৫ দিনের মধ্যে করতে হবে এই ৫ টি কাজ, নাহোলেই পরবেন বিরাট সমস্যায়।